বৃহস্পতিবার, জানুয়ারি ২৯, ২০২৬

তজুমদ্দিনে যৌথ অভিযানে আটক ২

মনিরুল ইসলাম ইকরাম, তজুমদ্দিন : বাংলাদেশ নৌবাহিনী, কোস্টগার্ড ও পুলিশের সমন্বয়ে পরিচালিত যৌথ অভিযানে ভোলার তজুমদ্দিন উপজেলায় দুইজনকে আটক করা হয়েছে। বুধবার (২২ অক্টোবর) ভোর ৫টার দিকে উপজেলার কাজিকান্দি গ্রামে এই অভিযান পরিচালনা করা হয়।

দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি সুদৃঢ় রাখা ও অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে বাংলাদেশ নৌবাহিনী। এরই ধারাবাহিকতায় সংঘবদ্ধ চোর চক্র, ওয়ারেন্টভুক্ত আসামি ও বিভিন্ন অপরাধে জড়িত ব্যক্তিদের গ্রেফতারের লক্ষ্যে এই অভিযান চালানো হয়।

অভিযানে মোঃ রিয়াজ (৩৫) ও মোঃ রাশেদ (২১) নামের দুইজনকে আটক করা হয়। তারা অপহরণ, মুক্তিপণ আদায়, প্রাণনাশের হুমকি ও চুরি মামলার আসামি বলে জানিয়েছে তজুমদ্দিন থানা পুলিশ।

থানা সূত্রে জানা যায়, আটককৃতদের বিরুদ্ধে তজুমদ্দিন থানায় একাধিক মামলা রয়েছে। এছাড়াও তাদের বিরুদ্ধে ভোলার বোরহানউদ্দিন থানায় একটি হত্যা মামলাও রয়েছে বলে জানা গেছে। অভিযোগ রয়েছে—নেশাজাতীয় দ্রব্য ব্যবহার করে চুরির ঘটনায় তাদের এক সহযোগী প্রাণ হারান।

অভিযান শেষে আটক দুইজনকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তজুমদ্দিন থানায় হস্তান্তর করা হয়। স্থানীয় প্রশাসন জানায়, সমুদ্র ও উপকূলীয় এলাকার নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি অভ্যন্তরীণ সন্ত্রাস, মাদক এবং অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে এ ধরনের কঠোর অভিযান অব্যাহত রাখবে বাংলাদেশ নৌবাহিনী, কোস্টগার্ড ও পুলিশ প্রশাসন।

স্থানীয় সচেতন মহল প্রশাসনের কাছে দাবি জানিয়েছে—যদি হত্যার মামলাটি প্রমাণিত হয়, তবে উক্ত মামলায়ও তাদের গ্রেফতার দেখানো হোক।

আরো পড়ুন

অবহেলিত জনপদের মানুষের কল্যাণে কাজ করতে চাই – মাওলানা আবদুল জব্বার

নিজস্ব প্রতিবেদক বরিশাল-৪ (মেহেন্দিগঞ্জ-হিজলা-কাজিরহাট) আসনে ১১ দলীয় ঐক‍্যজোট (ঐক্যবদ্ধ বাংলাদেশ) সমর্থিত ও বাংলাদেশ জামায়াতে ইসলামী …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *