বুধবার, ডিসেম্বর ৪, ২০২৪

শতাধিক হতদরিদ্র পরিবারের মাঝে শীত বস্ত্র বিতরণ

আমতলী ( বরগুনা) প্রতিনিধি॥
আমতলীতে অসহায় শীতার্ত মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে। ছোনাউটা হাওলাদার সমাজ কল্যাণ সংস্থা পক্ষ থেকে হতদরিদ্র, অসহায় শীতার্ত মানুষের মাঝে শতাধিক শীত বস্ত্র বিতরণ করা হয়।
বৃহস্পতিবার সকালে আমতলী উপজেলার হলদিয়া ইউনিয়নের ৯নং ওয়ার্ড ছোনাউটা হাওলাদার সমাজ কল্যাণ সংস্থা মাঠে মোঃ জমির উদ্দিন হাওলাদারের  সভাপতিত্বে অত্র সংস্থার উপদেষ্টা মন্ডলী ও সাধারণ সদস্যসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতে মাদ্রসা ও এতিমখানা, অসহায় শিক্ষাথীসহ হতদরিদ্র, অসহায় শীতার্ত মানুষের মাঝে শতাধিক কম্বল বিতরণ করা হয়।
এ সময় বক্তব্য রাখেন, উপদেষ্টা মন্ডলের সদস্য নিজাম উদ্দিন হাওলাদার, সাধারণ সম্পাদক হিরন জোমাদ্দার, রিয়াস মৃধা, পল্টু তালুকদার, সুনীল, আবু বক্কর গাজী প্রমুখ।
সংস্থাটির পরিচালক মালদ্বীপ প্রবাসী মোহাম্মদ রাসেল হাওলাদার বলেন, সমাজের প্রতি দায়বদ্ধতার অংশ হিসেবে আমরা বিভিন্ন সময় বিভিন্ন কার্যক্রম গ্রহণ করছি। তারই অংশ হিসেবে আমরা শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করছি। আগামীতেও আমাদের এই ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।
উল্লেখ্য ২০২২ সাল থেকে এই সংস্থাটির কার্যক্রম শুরু করে।

আরো পড়ুন

চরফ্যাশনে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

চরফ্যাশন প্রতিনিধি ‍॥ চরফ্যাশনে কৃষকদের মাঝে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর উদ্যোগে বিনামূল্যে সার ও বীজ বিতরণ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *