শুক্রবার, ডিসেম্বর ৫, ২০২৫

বোরহানউদ্দিনে শিবির নেতার ওপর সন্ত্রাসী হামলা

এম জামাল বোরহানউদ্দিন প্রতিনিধি।।

ভোলার বোরহানউদ্দিনে ইসলামী ছাত্রশিবিরের এক নেতার ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। বুধবার (২২ অক্টোবর) বিকেল ৩টায় বোরহানউদ্দিন পলিটেকনিক ইনস্টিটিউট ও লালদিঘীর মাঝামাঝি এলাকায় এ হামলা ঘটে।

আহত তরুণের নাম রোমান (২২)। তিনি বোরহানউদ্দিন পৌরসভার ৭নং ওয়ার্ডের বাসিন্দা মোঃ সোহাগের ছেলে। বর্তমানে তিনি আশঙ্কাজনক অবস্থায় বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। আহত রোমান জানান, তারা আমাকে ডেকে বলে, তুই নেতাগিরি করস! এরপর বুকে ঘুষি মারতে থাকে এবং প্লাস্টিকের ফাইফ দিয়ে পায়ে আঘাত করে। আমি মাটিতে পড়ে গেলে তারা পালিয়ে যায়।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। বোরহানউদ্দিন উপজেলা শিবির সভাপতি মইন বিন সাইফুল্লাহ বলেন, রোমানকে আহত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে। আমরা প্রশাসনের সঙ্গে কথা বলছি দ্রুতই আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। বোরহানউদ্দিন উপজেলা জামায়াতে ইসলামী আমির মাওলানা মাকসুদুর রহমান বলেন, ৫আগস্টের পর রাজনৈতিকভাবে সব দলের মধ্যে সহাবস্থান চলছে।

হঠাৎ করে কারা রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য এই হামলা চালিয়েছে, তা আমরা জানি না। প্রশাসনের কাছে দাবি জানাচ্ছি, হামলাকারীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা হোক। ঘটনার পরপরই উপজেলা পূর্ব শাখা ইসলামী ছাত্রশিবির এক বিবৃতি দিয়ে নিন্দা ও প্রতিবাদ জানায়। বিবৃতিতে বলা হয়, এই কাপুরুষোচিত হামলা কেবল একজন সংগঠকের ওপর নয়—এটি দেশের শান্তিপ্রিয় শিক্ষার্থী সমাজের ওপর আঘাত। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা এখন সময়ের দাবি। ভোলা-২ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক মুফতি মোঃ ফজলুল করীম এ হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেন, এ ধরনের সন্ত্রাসী ঘটনা দেশের গণতান্ত্রিক পরিবেশকে প্রশ্নবিদ্ধ করে। প্রশাসনকে দ্রুত পদক্ষেপ নিতে হবে। একই আসনের ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত সংসদ সদস্য প্রার্থী মুফতি ইমাম মোঃ রেযাউল কারীম বুরহানী প্রতিক্রিয়ায় বলেন, রাজনৈতিক মতভেদ থাকলেও সহিংসতা কোনভাবেই কাম্য নয়।প্রশাসনের প্রতি আহ্বান জানাচ্ছি, যেন দোষীদের আইনের আওতায় আনা হয়।

এ বিষয়ে বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ সিদ্দিকুর রহমান জানান, ঘটনাটি শুনে থানা ডিউটি অফিসারকে সাধারণ ডায়েরি (জিডি) করার নির্দেশ দেওয়া হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আরো পড়ুন

ঝালকাঠিতে খবরেরকাগজ ‘বন্ধুজন’ জেলা কমিটি গঠন

জাহাঙ্গীর আলম।। দৈনিক খবরের কাগজ–এর স্বেচ্ছাসেবী সংগঠন ‘বন্ধুজন’–এর ঝালকাঠি জেলা কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *