বুধবার, জানুয়ারি ২২, ২০২৫
BU
BU

ইসলামী ছাত্র আন্দোলন ববি শাখার সম্মেলন অনুষ্ঠিত

মঙ্গলবার ( ২১ জানুয়ারি) বরিশাল বিশ্ববিদ্যালয় শাখার ‘ববি সম্মেলন ২০২৫’ অনুষ্ঠানে এ প্রশ্ন তোলেন তিনি।

বিশ্ববিদ্যালয়ের ভিসি গেটের বিপরীতে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ২০২৫ সেশনের এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনে মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেন, আমরা ৪৭, ৫২, ৭১ এ বৈষম্য দূরীকরণের লক্ষ্যে বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করেছিলাম কিন্তু বৈষম্য দূর হয়নি। ২৪ এসে আবারো রক্ত দিলাম কিন্তু এখনো রাষ্ট্রের বিভিন্ন সেক্টরে আগের মতোই দুর্নীতি চলমান।

তিনি বলেন, এদেশে সাম্প্রদায়িকতার দোহাই দিয়ে কেবল মুসলমানদের ধর্মীয় অধিকার হরণ করা হয়, দাড়ি টুপি তথা ইসলাম পোশাকের দিকে বাঁকা চোখে তাকানো হয়। বৈষম্য দূরীকরণের লক্ষ্যে রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠার বিকল্প নাই।

জুলাই আন্দোলনে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অগ্রণী ভূমিকার প্রশংসা করে ছাত্রদের পড়াশোনার পাশাপাশি খোদাভীতি অর্জনের মাধ্যমে নৈতিক চরিত্র গঠনের আহ্বান জানান শায়েখে চরমোনাই।

সম্মেলনে প্রধান বক্তার বক্তব্যে ইসলামী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল শেখ মাহবুবুর রহমান নাহিয়ান উপদেষ্টা পরিষদের প্রতি পর্যাপ্ত সংস্কারের আহ্বান জানান। এসময় তিনি সংস্কারের পূর্বে নির্বাচন নয় বলে নিজেদের অবস্থান ব্যক্ত করেন। পাশাপাশি জুলাই বিপ্লবে দেশব্যাপী ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীদের বৈষম্যবিরোধী আন্দোলনের ব্যানারে অংশগ্রহণের বিষয়টি তুলে ধরেন। আন্দোলনে শহীদদের আত্মার মাগফেরাত কামনা এবং আহতদের পর্যাপ্ত চিকিৎসা ও প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান তিনি।

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ বরিশাল বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি হাসান মাহমুদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এ.এস.এম হাসিবুল্লাহর সঞ্চালনায় সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন – বিএম কলেজের রসায়ন বিভাগের সাবেক চেয়ারম্যান ও ইসলামী আন্দোলন বরিশাল মহানগরীর সভাপতি প্রফেসর মুহাম্মদ লোকমান হাকিম, ছাত্র আন্দোলনের সাবেক কেন্দ্রীয় পাবলিক বিশ্ববিদ্যালয় সম্পাদক মাহবুব হোসেন মানিক, কেন্দ্রীয় সূরা সদস্য আনোয়ার হোসেন মঞ্জু প্রমুখ।

সম্মেলনে শায়েখে চরমোনাই বিগত সেশনের কমিটি বিলুপ্ত ঘোষণা করে, কেমিস্ট্রি বিভাগের ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী হাসিবুল হোসেনকে সভাপতি, উপকুলবিদ্যা ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের ১৯-২০ সেশনের শিক্ষার্থী এএসএম হাসিবুল্লাহকে সহ সভাপতি এবং মৃত্তিকা ও পরিবেশ বিজ্ঞান বিভাগের ১৯-২০ সেশনের শিক্ষার্থী মাসুম বিল্লাহ-কে  সাধারণ সম্পাদক মনোনীত করে ২০২৫-২৬ সেশনের নতুন কমিটি ঘোষণা করেন।

সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন – কেন্দ্রীয় শুরার সাবেক সদস্য এসএম তৌহিদ বাশার, ববি শাখার সাবেক সভাপতি শাহীন মাহমুদ, বরিশাল মহানগর শাখার সভাপতি গাজী রেদোয়ান সহ প্রমুখ নেতৃবৃন্দ।

প্রসঙ্গত, সম্প্রতি নিকাব পরে টকশোতে অংশ নেবে জানানো পর একটি বেসরকারি টিভি চ্যানেলের পক্ষ থেকে আমন্ত্রণ জানিয়েও বাদ দেওয়ার অভিযোগ তুলেছিলেন জুলাই গণঅভ্যুত্থান বিষয়ক বিশেষ সেলের সহ-সমন্বয়ক নাফিসা ইসলাম সাকাফি। তার অভিযোগ আমলে নিয়ে সংশ্লিষ্ট কাজে জড়িত এক কর্মীকে অব্যাহতি দিয়েছে বেসরকারি চ্যানেলটির কর্তৃপক্ষ।

আরো পড়ুন

excident

বিএম কলেজ সংলগ্ন সড়কে শিশু নিহত, শিক্ষার্থীদের সড়ক অবরোধ

নিজস্ব প্রতিবেদক॥ বরিশাল নগরীর ব্রজমোহন (বিএম) কলেজের সামনে সড়ক দুর্ঘটনায় ১০ বছরের শিশু জান্নাত নিহত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *