শুক্রবার, ডিসেম্বর ৫, ২০২৫

পটুয়াখালীতে শুরু হলো কঠিন চীবর দান উৎসব, ধর্মীয় সমাগমে ভরা বিহার

পটুয়াখালী প্রতিনিধি : কঠিন চীবর দান উৎসবপটুয়াখালীর কলাপাড়ায় নানা আয়োজনের মধ্য দিয়ে বৌদ্ধ ধর্মালম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব কঠিন চীবর দান শুরু হয়েছে। শুক্রবার (২৪ অক্টোবর) সকাল নয়টায় বালিয়াতলী ইউনিয়নের তুলাতলী পাড়া বৌদ্ধ বিহারে উদযাপিত এই উৎসবে বরগুনা, তালতলী ও কুয়াকাটার শত শত রাখাইন নারী-পুরুষ অংশ নেন।

উৎসব উপলক্ষে নতুন পোশাকে সজ্জিত হয়ে উপস্থিত ধর্মপ্রাণরা দক্ষিণাঞ্চলের সবচেয়ে বড়, ৯৬ বছর বয়সী ধর্মীয় সংঘরাজ উকোইন্দা মহাথেরোকে নগদ টাকা, নতুন পোশাক, আগরবাতি, মোমবাতি ও বিভিন্ন প্রকার উপহার সামগ্রী প্রদান করেন।

এছাড়া পটুয়াখালী ও বরগুনার ১০ জন ঠাকুরকে চীবর দান হিসেবে নতুন পোশাক প্রদান করা হয়। উৎসব শুরুর আগে সকালেই ২৮ বুদ্ধকে স্মরণে ২৮ বুদ্ধ প্রতিমা স্থাপন, সংঘদান এবং অষ্ট পরিষ্কার দান অনুষ্ঠান সম্পন্ন হয়। তুলাতলী বৌদ্ধ বিহারের সভাপতি মং তেন চিং এর সভাপতিত্বে অনুষ্ঠানে দেশের মঙ্গল কামনায় বিশেষ প্রার্থনা করা হয়। এই উৎসব দিনভর চলবে।

আরো পড়ুন

পটুয়াখালীতে মেয়ে থেকে ছেলেতে রূপান্তর, এলাকায় চাঞ্চল্য

পটুয়াখালী প্রতিনিধি পটুয়াখালী সদর উপজেলার ছোটবিঘাই ইউনিয়নের হরতকিবাড়িয়া গ্রামে এক কিশোরীর হঠাৎ ছেলেতে রূপান্তরের খবর …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *