বৃহস্পতিবার, নভেম্বর ২১, ২০২৪
Sara moni (2)
Sara moni (2)

জাতীয় পর্যায়ে চ্যাম্পিয়ন বরিশালের শিল্পী সারা মনি

মোশাররফ মুন্না ॥

বরিশালের গন্ডি পেরিয়ে সারাদেশের সুপরিচিত মুখ শিল্পী সারামনি। জাতীয় পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ার পর তার এই পরিচিতি আরো বেড়ে যায়। ছোট্ট সারা গান শেখার পাশাপাশি অংশগ্রহণ করে বিভিন্ন সাংস্কৃতিক প্রতিযোগিতামূলক অনুষ্ঠানে। শিল্পী সারা মনির গানের হাতেখড়ি বরিশালের ঐতিহ্যবাহী হেরারররশ্মি শিল্পীগোষ্ঠীর পরিচালিত চাদের হাসি কালচারাল একাডেমিতে। প্লে­ শ্রেণিতে পড়াকালীন ইসলামিক ফাউন্ডেশনের প্রতিযোগিতায় অংশগ্রহণ করে ২য় পুরস্কার গ্রহণ করে সারা মনি। এটা ছিলো ১ম পাওয়া পুরস্কার। সুরকার ও গীতিকার তাফাজ্জল  হোসাইন খান এর লেখা আল্লাহ আমার রব/এই রবই আমার সব’ গানটি গেয়েছিল সারা মনি। এরপর থেকে সারা মনির পুরস্কারের পাল্লা বেশ ভারী হতে থাকে।  স্বর্ণপদক ও রৌপ্য পদকসহ তার পুরস্কারের সংখ্যা ৫০ টিরও অধিক। শিল্পী সারা মনি বাংলাদেশ শিশু একাডেমির জাতীয় শিশু কিশোর প্রতিযোগিতায় ২০২২ সালে জাতীয় পর্যায়ে রানারআপ এবং ২০২৩ সালে জাতীয় পর্যায়ে চ্যাম্পিয়ন হয়ে স্বর্ণপদক পাওয়ার গৌরব অর্জন করে এবং ইসলামিক ফাউন্ডেশনের জাতীয় প্রতিযোগিতায় ২০২৩ এবং ২০২৪ সালে পরপর দুবার সারা বাংলাদেশে প্রথম হওয়ার কৃতিত্ব লাভ করে বরিশালের ছোট্ট মেয়ে সারা মনি। এছাড়াও বৈশাখী টেলিভিশনে অনুষ্ঠিত জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা সেরাদের সেরা অনুষ্ঠানে অংশগ্রহণ করে জাতীয় পর্যায়ে ৩য় স্থান অর্জন করে ১ লক্ষ টাকা  পুরস্কার ক্রেস্ট ও সার্টিফিকেট গ্রহণ করে।

সারা মনি ছোট্ট থেকেই বিভিন্ন টেলিভিশনের গানের অনুষ্ঠানে অংশগ্রহণ করে থাকে। তবে বাংলাদেশ শিশু একাডেমির প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়ে বাংলাদেশ টেলিভিশনে আমন্ত্রিত শিল্পী হিসেবে গান গাওয়ার সুযোগ লাভ করে।

শিল্পী সারা মনি বর্তমানে বরিশালে ৬ষ্ঠ শ্রেণিতে পড়াশোনা করছেন। ছোট্ট বেলা থেকে গানের পাশাপাশি পড়াশোনায় ছিলেন ভীষণ মনোযোগী। ৫ম শ্রেণির পরীক্ষায় A+ পেয়ে উত্তীর্ণ হন। পড়াশোনা, কোচিং, গান শেখার পাশাপাশি সারামনি দেশের বিভিন্ন স্থানে স্টেজ পার্ফম্যান্সও করেছে একাধিকবার। এ পর্যন্ত সারা মনি মৌলিক গান গেয়েছে ৩০ টিরও অধিক এবং শতাধিক ভিজ্যুয়াল গান উপহার দিয়েছে। এছাড়াও Pan vision TV, Kids Creation TV এবং SOSAS TV তে অংশগ্রহণ করেছে অসংখ্য লাইভ সংগীতানুষ্ঠানে। যার মাধ্যমে দেশব্যাপী পরিচিতি লাভ করে। দেশের সেরা শিল্পীদের মধ্যে হয়ে ওঠেন অন্যতম জনপ্রিয় শিল্পী। ছোট্ট জীবনে শিল্পী সান্নিধ্য পেয়েছে ওস্তাদ তাফাজ্জল হোসাইন খান,  শিল্পী সাইফুল্লাহ মানসুর, শিল্পী মশিউর রহমান, শিল্পী লিটন হাফিজ চৌধুরী, গোলাম মাওলা চৌধুরী, হাসিনুর রব মানু, শিল্পী ওবায়দুল্লাহ তারেক, শিল্পী রোকোনুজ্জামানসহ অসংখ্য গুণীজনের।

সারামনির কণ্ঠে জনপ্রিয় গানগুলো হলো- হে খোদা দয়াময়/ রাসুল নামে কে এলো মদিনায়/ গেউদ্যাা তুই কোম্মে গেলি/ হিজল বনে পালিয়ে  গেছে পাখি/ নামাজি তোর নামাজ হলো যে ভুল/ এই পৃথিবীর পান্থশালায়/ বাবা তুমি কেমন আছো /মায়ের মতো আপন কেহ নাই/ আমার এই ছোট্ট জীবন/বাতি ছাড়া মাটির ঘরে ছাড়াও অসংখ্য জনপ্রিয় গান।

এছাড়াও সারামনির কণ্ঠে বরিশালের আঞ্চলিক গানগুলো অত্যধিক দর্শকপ্রিয়তা পেয়েছে। তার মধ্যে অন্যতম হলো- মুই পড়তে বইলে ঘুম আয়, আব্বো কেবল খামার দেয়/ নদ নদী আর খাল পুহইরের দ্যাশটা মোগো ভাই ইত্যাদি।

সারামনির বাবা শামিম মুন্সি একজন ব্যবসায়ী এবং মা কানিজ ফাতিমা গৃহিণী। সারামনিরা এক ভাই এক বোন। বর্তমানে পরিবারের সাথে বরিশাল সদরে বসবাস করছেন। ইসলামী সংগীতের শিশু শিল্পী হিসেবে বরিশালের মুখ উজ্জ্বল করেছে সারামনি। সুমিষ্ট কণ্ঠ আর জাতীয় পর্যায়ে এতো অর্জন বরিশালে একমাত্র সারামনির।

আরো পড়ুন

Motiur rahman Mollik

ইসলামী সাংস্কৃতিক আন্দোলনের প্রাণপুরুষ কবি মতিউর রহমান মল্লিক

মোশাররফ মুন্না ॥ মতিউর রহমান মল্লিক বাংলাদেশের এক সুপরিচিত ইসলামী সঙ্গীতশিল্পী। ১৯৭৮ সালে ঢাকায় তিনি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *