শুক্রবার, ডিসেম্বর ৫, ২০২৫

নির্বাচিত হলে নারীদের অধিকার প্রতিষ্ঠা করবো : সেলিমা রহমান

বাবুগঞ্জ প্রতিনিধি 
বিএনপি স্থায়ী কমিটির সদস্য ও সাবেক সাংস্কৃতিক মন্ত্রী সেলিমা রহমান বলেছেন, নারীদের সঙ্গে দীর্ঘ ১৭ বছর পর দেখা করতে পেরে আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। বিএনপি নির্বাচিত হলে রাষ্ট্র মেরামতের ৩১ দফার আলোকে নারীর অধিকার প্রতিষ্ঠা করা হবে।

শনিবার বিকেলে বরিশালের বাবুগঞ্জ উপজেলার রহমতপুর বালিকা মাধ্যমিক বিদ্যালয় মাঠে উপজেলা জাতীয়তাবাদী মহিলা দলের আয়োজিত “রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা” ভিত্তিক নারী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সেলিমা রহমান বলেন, আমাদের নেতা তারেক রহমান দেশের ভবিষ্যৎ প্রজন্মের জন্য যে ৩১ দফা প্রস্তাব করেছেন, তা কেবল একটি রাজনৈতিক কর্মসূচি নয়— এটি একটি নতুন বাংলাদেশের রূপরেখা। এর মাধ্যমে শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান ও নারীর উন্নয়নে যুগান্তকারী পরিবর্তন আসবে। লাখ লাখ বেকার যুবক ও নারী কর্মসংস্থানের সুযোগ পাবে, সমাজে প্রতিষ্ঠিত হবে ন্যায়ভিত্তিক রাষ্ট্রব্যবস্থা।

সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা মহিলা দলের সহ-সভাপতি কুলসুম বেগম এবং সঞ্চালনা করেন কাকুলি আক্তার। এসময় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সাবেক বিএনপি সভাপতি ইসরত হোসেন কচি তালুকদার।

আরো বক্তব্য দেন জাতীয় আইনজীবী ফোরামের ১ নং যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার মনিরুজ্জামান আসাদ, জেলা বিএনপি সদস্য ও সাবেক মেয়র আব্দুস ছাত্তার খান, জেলা যুবদলের সহ-সভাপতি আওলাদ হোসেন, ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম লিমন, উপজেলা কৃষক দলের সভাপতি আরিফুর রহমান রতন তালুকদার, শ্রমিক দলের নেতা আব্দুল মান্নান হাওলাদার ও উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আল মামুন।

সমাবেশে সহস্রাধিক নারী অংশ নেন। তারা তারেক রহমানের প্রস্তাবিত ৩১ দফাকে সমর্থন জানান এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে সক্রিয় অংশগ্রহণের অঙ্গীকার করেন।
নারীরা এ সময় সেলিমা রহমানকে বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসনে বিএনপি প্রার্থী হিসেবে দেখতে আগ্রহ প্রকাশ করেন।

 

 

আরো পড়ুন

ঝালকাঠিতে খবরেরকাগজ ‘বন্ধুজন’ জেলা কমিটি গঠন

জাহাঙ্গীর আলম।। দৈনিক খবরের কাগজ–এর স্বেচ্ছাসেবী সংগঠন ‘বন্ধুজন’–এর ঝালকাঠি জেলা কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *