উজিরপুর প্রতিনিধি।।
বরিশাল জেলার উজিরপুরে জমকালো আয়োজনের মধ্য দিয়ে গোল্ডকাপ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ৮ নভেম্বর বিকেল সাড়ে ৩ টায় উজিরপুর ডব্লিউবি ইউনিয়ন ইনস্টিটিউশন এর মাঠে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।
এসময় অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শাহে আলম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুরের অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ সাখাওয়াত হোসেন,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভুমি হাসনাত জাহান খান, উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুস সালাম, পৌর বিএনপির আহবায়ক মোঃ শহীদুল ইসলাম খান।
এছাড়া উপস্থিত ছিলেন বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ।খেলায় অংশ গ্রহণ করে উজিরপুর তরুন সংঘ ও পাঠাগার এবং মাহার একাদশ। খেলার শুরু থেকে গোল শুন্য ড্র হয়। শেষে ট্রাইব্রেকারে তরুন সংঘ ও পাঠাগার ৫ গোল করে এবং মাহার একাদশ ৪ গোল করে।
ফাইনাল খেলায় বিজয়ী হন তরুন সংঘ ও পাঠাগার।
এসময় হাজার হাজার দর্শক খেলা উপভোগ করে। বিজয়ী তরুন সংঘ ও পাঠাগার দলকে ফুটবল প্রেমীরা শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। এছাড়া উল্লাসে মেতে ওঠে তারা। বিজয়ী উজিরপুর তরুণ সংঘ ও পাঠাগার দলের মাঝে পুরস্কার ট্রফি ও নগদ ৬০ হাজার টাকা প্রদান করা হয় এবং রানার্সআপ মাহার একাদশ দলকে ট্রফি ও নগদ ৪০ হাজার টাকা বিতরন করা হয়েছে।বিজয়ীদের মাঝে চলছে নানা উৎসাহ উদ্দীপনা।