শনিবার, ডিসেম্বর ১৩, ২০২৫

নয়ন আহমেদ এর পাঁচটি কবিতা

আনন্দ সংবাদ নয়ন আহমেদ।।

বেরিয়ে এলো সে ডিমের কুসুম থেকে;
চিঁউ চিঁউ ধ্বনি তুলে
তুলতুলে পাখনা মেলে
পা ফেলে ফেলে
সম্প্রচার করে দিলো অস্তিত্ব,আমিত্বের স্বর্ণকণাগুলো।

একটা মুরগিছানা এইভাবে লেখে আত্মজীবনী।
এভাবেও আমরা ভূগোল পরিচয় জানতে পারি।

আনন্দ সংবাদ ভেবে জানিয়ে দিচ্ছি এই প্রাণজ ইতিহাস।

একটি উচ্চমাধ্যমিক উচ্ছ্বাসে বলি, জিন্দাবাদ।
.
৫ কার্তিক,১৪২৫
২০ অক্টোবর,২০১৮

নয়ন আহমেদ
কাঁথা

বুনছি;আর একটা ফোঁড় বাকি।
বুনছি;আর একটা দ্বিধা মুছতে বাকি।
বুনছি;একটা আকাঙ্ক্ষা শুধু লাগিয়ে দেবো ডান দিকে।
একটা রূপকথা লাগিয়ে দেবো পুব,পশ্চিম.উত্তর,দক্ষিণে।
বুনছি;আর একটা আগুন ছড়িয়ে দেবো,
ডানে,বামে,সামনে,পেছনে;ভবিতব্যের দিকে।

বুনছি;একটা কাঁথায় ফোঁড়ে ফোঁড়ে কলরব তুলছি!

৯ কার্তিক ১৪২৪
২৪ অক্টোবর ২০১৭

নয়ন আহমেদ
নাক

ওই নাক ধূলায় মলিন হোক—
যেহেতু কিছু শুভ্রতা অবজ্ঞা করেছে‌।
ওই নাক কর্দমাক্ত হোক—
যেহেতু আবশ্যক কিছু ধান থেকে বিমুখ হয়েছে।
ওই নাক গড়াগড়ি খাক—
যেহেতু কতিপয় রোপণের বিরুদ্ধে ছিলো।
ওই নাক সুগন্ধ থেকে বঞ্চিত হোক—
যেহেতু কোনো শিল্পকলা গ্রাহ্য করেনি।

আহা! কতো রূপকথার ঘ্রাণ থেকে বঞ্চিত নাকেরা!
বুঝেছিলো?
আহা! কতো সুবাস থেকে বিমুখ নাকের!
জেনেছিলো?

৩ অক্টোবর ২০২৫

নয়ন আহমেদ
সংযুক্ত

সংযুক্ত করি আনন্দের সাথে বেদনাকে
দুঃখের সাথে সুখ
ক্রোধ ও ঈর্ষার সাথে যাবতীয় সংরাগ
হাহাকারের সাথে উৎফুল্লতাকে—
দেখি, কলার মোচার মতো ঝুলছে জীবন।
সর্বব্যাপি থইথই মুখরতা
ঈষৎ তরঙ্গমুখর ধ্বনি
আর ছলাৎ ছলাৎ চারুকলা
এক একটা যাপনের ক্রোড়পত্র।
সবকিছুর মধ্যে নুনমাখা।

সংযুক্ত করছি কেবলই কারখানা কারখানা গন্ধের মধ্যে
ধানখেতের সহজ বাতাস ‌।

২০ অক্টোবর ২০২৫

নয়ন আহমেদ
জিহ্বামুখরিত ঢেউ

জিহ্বামুখরিত ঢেউ এলে
পলি জমে জমে জেগে ওঠে চর।
এমন ভূগোলে
মনস্তত্ত্ব ছড়াবেই এলোচুলে ডানা।
এইভাবে রাধাচূড়া ফোটে।

আসে অবাক চিরুনি।
সাজাবেই।

কতো দিব্যজ্ঞান শরণ নিয়েছে এখানে।
আর ঘরের পাশেই ফুটলো যে স্থির মনসুখ।
লাল হলো বেশ।

জিহ্বা বলেছে কতো অনূঢ়া রূপকথা।

আরো ফুটবে জমির আইলে সূর্যমুখী ভোরে।

২২ অক্টোবর ২০২৫

আরো পড়ুন

আযাদ আলাউদ্দীন : তৃণমূল সংবাদকর্মী থেকে সম্পাদক

আহমেদ বায়েজীদ : দেশের দক্ষিণাঞ্চলে মফস্বল সাংবাদিকতার আলোকিত মুখ আযাদ আলাউদ্দীন। তৃণমূল পর্যায় থেকে সাংবাদিকতা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *