বৃহস্পতিবার, জানুয়ারি ২৯, ২০২৬

নেছারাবাদে বিশেষ কম্বিং অপারেশনে অবৈধ জাল জব্দ

পিরোজপুর প্রতিনিধি : পিরোজপুরের নেছারাবাদে (স্বরূপকাঠি) জাটকা ও মৎস্য সম্পদ রক্ষায় উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তরের উদ্যোগে ‘বিশেষ কম্বিং অপারেশন ২০২৬’ পরিচালিত হয়েছে।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) দিনব্যাপী উপজেলার বিভিন্ন পয়েন্টে এই অভিযান চালানো হয়। অভিযান চলাকালীন নৌ পুলিশের সহযোগিতায় নদী ও খালের বিভিন্ন মোহনা থেকে ১০টি কারেন্ট জাল এবং ৫টি চরগড়া জাল জব্দ করা হয়।

​পরবর্তীতে জব্দকৃত এসব অবৈধ জাল স্বরূপকাঠি ফেরিঘাট এলাকায় জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়। এ সময় উপজেলা প্রশাসনের কর্মকর্তা, মৎস্য দপ্তরের প্রতিনিধি এবং আইন-শৃঙ্খলারক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

উপজেলা মৎস্য দপ্তরের ফিল্ড অ্যাসিস্ট্যান্ট প্রদীপ কুমার সুতার জানান, দেশীয় প্রজাতির মাছ ও মৎস্য সম্পদ রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে। নদী ও জলাশয়ে অবৈধ জালের ব্যবহার বন্ধে কোনো ছাড় দেওয়া হবে না।

 

আরো পড়ুন

কাঠালিয়ায় ভোটারদের অংশগ্রহণে উদ্বুদ্ধ করার লক্ষ্যে সুধী সমাবেশ অনুষ্ঠিত

আঃ রহিম, কাঠালিয়া : ঝালকাঠির কাঠালিয়ায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের অংশ হিসেবে গণভোটের প্রচার ও …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *