আজিম উদ্দিন খান।।
২০০৬ সালের ২৮অক্টোবর জামায়াতে ইসলামী নেতৃবৃন্দকে নির্মমভাবে হত্যার উদ্দেশ্যে সংঘটিত বর্বর ঘটনার শহীদদের স্মরণে বাংলাদেশ জামায়াতে ইসলামী লালমোহন উপজেলা শাখার উদ্যোগে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। যা পল্টন ট্রাজেডি হিসেবে পরিচিতি পায়।
মঙ্গলবার (২৮অক্টোবর) বিকেল ৪টায় লালমোহন উপজেলা কার্যালয়ের হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্রশিবিরের বরিশাল মহানগর শাখার সাবেক সভাপতি, ভোলা জেলা জামায়াতের অফিস সম্পাদক অ্যাডভোকেট রহমত উল্লাহ সেলিম।
সভাপতিত্ব করেন লালমোহন উপজেলা জামায়াতের সেক্রেটারি মোঃ রুহুল আমীন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহকারী সেক্রেটারি মাওলানা নুর মোহাম্মদ হেলালি।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা বায়তুল মাল সম্পাদক মাওলানা লোকমান হোসাইন, পৌর আমির কাজী সাইফুল ইসলাম, IBWF ও প্রচার মিডিয়ার উপজেলা প্রধান মোঃ আবুল হাসান, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি হাসনাইন আল মূসা, উপজেলা কর্মপরিষদের সদস্যসহ বিভিন্ন ইউনিয়নের নেতা-কর্মীরা।
আলোচকগন বলেন, ২০০৬ সালের ২৮অক্টোবরের ঘটনাটি বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক কলঙ্কজনক অধ্যায়। সেই দিনের শহীদদের আত্মত্যাগ ইসলাম ও ন্যায়ের সংগ্রামে নতুন প্রেরণা জোগায়।
তারা শহীদদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং ইসলামী আন্দোলনের ধারাবাহিকতা বজায় রাখতে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। উল্লেখ্য যে ২০০৬সালে জোট সরকারের বিদায় দিনে শেখ হাসিনার নির্দেশে ১৪দলের নেতা কর্মীরা লগি বৈঠা নিয়ে পল্টন মোড়ে জামায়াতে ইসলামীর জনসভায় হামলা করে ১৮জন নেতাকর্মীকে হত্যা করে। এরপর লাশের উপর দাপাদাপি করে। যা পরবর্তীতে পল্টন ট্রাজেডি হিসেবে পরিচিতি পায় এবং এঘটনায় সার বিশ্বে নিন্দার ঝড় ওঠে। সেই থেকে এ দিবসটি পল্টন ট্রাজেডি হিসেবে পালিত হয়ে আসছে। আজো সেই হত্যাকাণ্ডের বিচার হয়নি।
আলোচনা শেষে শহীদদের স্মরণে একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয় এবং শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।