বৃহস্পতিবার, জানুয়ারি ২৩, ২০২৫

ভোলায় বিএনপির ৩১ দফার লিফলেট বিতরণ উপলক্ষে জনসভা

চরফ্যাশন প্রতিনিধি ‍॥
ভারতীয় দোসরদের সাথে আতাত করে যারা দেশের গণতন্ত্র হরণ করেছিল,  মানুষের ভোটাধিকার হরণ করেছিল,দেশের টাকা লুট করেছিল, আমাদের দলীয় নেতাকর্মীদের ওপর হামলা করেছিল, মিথ্যা  ও গায়েবী মামলা দিয়ে হয়রানি  করেছিল তাদের সাথে আমাদের কোন আপোষ নেই। গত সতের বছর আওয়ামী লুটেরা দেশের জনগণের ভোটাধিকার হরণ করেছিল। এবং দুর্নীতির মাধ্যমে দেশের টাকা লুট করেছিল।
২১ জানুয়ারি বিকাল চরফ্যাশন উপজেলা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আয়োজিত তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামত ৩১ দফার লিফলেট বিতরণ উপলক্ষে আয়োজিত জনসভায় বিএনপির  সাবেক আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও বর্তমান  নির্বাহী কমিটির সদস্য আলহাজ মো. নাজিম উদ্দীন আলম  এ কথা  বলেন।

নাজিম উদ্দীন আলম আরো বলেন, তেত্রিশ বছর আমি আপনাদের  সুখে দুঃখে আপনাদের পাশে ছিলাম। এ সময় চরফ্যশন – মনপুরার অনেক উন্নয়ন করছি। তিনি তার সময় করা বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের ফিরিস্তি তুলে ধরে বলেন উন্নয়ন এবং আন্দোলন সংগ্রামে  অতিতে যেমন আপনাদের পাশে ছিলাম  ভবিষ্যতেও থাকতে চাই।

আপনারা আমাদের প্রিয় দেশনেত্রী বেগম খালেদা ও আমাদের প্রিয় নেতা বিএনপির ভারপ্রাপ্ত সিনিয়র ভাইস  চেয়ারম্যান তারেক রহমানের জন্য  দোয়া করবেন। যাতে অতি দ্রুত  আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া চিকিৎসা শেষে ও প্রিয় নেতা তারেক রহমান দেশে ফিরে দেশের নের্তৃত্ব দিতে পারেন।

চরফ্যাশন সদর রোডে আয়োজিত জনসভা সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সাবেক  যুগ্ম সাধারণ সম্পাদক  মীর ছায়েদ।  উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ সভাপতি আনম আমিরুল ইসলাম মিন্টিজের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ব্রিগেডিয়ার জেনারেলের  অব. আবদুল মতিন, সিএমএইস হাসপাতালের নিরোমেডিসিন বিশেষষ্ণ ব্রিগেডিয়ার জেনারেল অব. ডা. হুমায়ুন কবির বিশিষ্ট শিল্পপতি  আবদুস সাত্তার ও  উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক  মোতাহার হোসেন আলমগীর মালতিয়া।।  আরো বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক আপ্যায়ন বিষয়ক সম্পাদক শামসুদ্দিন কাউস, উপজেলা যুবদলের সাবেক  সভাপতি আশারাফুর রহমান দিপু,  সাবেক সাধারণ সম্পাদক শহিদুল দুলাল,প্রমূখ

আরো পড়ুন

Ameen

ঝালকাঠি আইনজীবী সমিতির সম্পাদক প্রার্থী অ্যাড. আমিন

নিজস্ব প্রতিবেদক॥ ঝালকাঠি জেলা আইনজীবী সমিতি নির্বাচনের তফসীল ঘোষণার পরে সম্ভাব্য প্রার্থীরা তৎপর হয়ে উঠেছেন। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *