শুক্রবার, ডিসেম্বর ৫, ২০২৫

চরফ্যাশনে বর্ণাঢ্য আয়োজনে বাংলাদেশ বাণীর প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

‎‎চরফ্যাশন প্রতিনিধি
‎ভোলার চরফ্যাশনে বৃহত্তর বরিশাল অঞ্চলের সর্বাধিক পাঠকপ্রিয় ও বহুল প্রচারিত দৈনিক বাংলাদেশ বাণী পত্রিকার নতুন আঙ্গিকে কালার প্রিন্টে প্রকাশের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।

‎শনিবার (১ নভেম্বর) উপজেলার মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের হলরুমে বিকাল সাড়ে ৪ টায় কেক কাটা ও আলোচনা সভা এবং বর্ণাঢ্য র‍্যালীর মাধ্যমে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠানটি সম্পন্ন হয়।

‎দৈনিক বাংলাদেশ বাণীর চরফ্যাশন প্রতিনিধি নুর উল্লাহ আরিফ অনুষ্ঠানের সঞ্চালনায় বক্তব্য রাখেন চরফ্যাশন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কামাল গোলদার, সহসভাপতি সজিব শাহরিয়ার, সাংগঠনিক সম্পাদক মাইনউদ্দিন জমাদার।

এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ‎বাংলাদেশ প্রতিদিনের আবু ছিদ্দিক, দৈনিক জনতার মীর সাজেদুর রহমান, ইত্তেফাকের মিজান নয়ন, দৈনিক বাংলাবাজারের খুরশীদ আলম, দৈনিক বাংলার সাইফুল ইসলাম মুকুল, ভোরের কাগজের সোহেব চৌধুরী,একাত্তর টিভির এইচ রহমান সোহেল,রূপালী বাংলাদেশের আরিফ হোসেন, প্রতিদিনের বাংলাদেশের হাসান লিটন, মাইটিভির হাওলাদার শাহাবুদ্দিন, এনটিভির ইসরাফিল নাইম, আজকের ভোলার শামিম খান, ডেইলি ক্যাম্পাসের মামুন হোসাইন প্রমুখ।

‎অনুষ্ঠানে বক্তারা বলেন, বাংলাদেশ বাণী মাত্র ১ বছরে বরিশাল অঞ্চলে পাঠকপ্রিয়তায় সার্কুলেশনে শীর্ষ স্থান অর্জন করেছে। নিরপেক্ষ বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশের মাধ্যমে এ অবস্থান ধরে রাখতে হবে।

এবং সর্বজনীন সংবাদ পরিবেশনের মাধ্যমে চরফ্যাশনসহ পুরো বরিশাল অঞ্চলে একটি গুরুত্বপূর্ণ ভুমিকা রাখছে। ভবিষ্যতেও যেন এর ধারাবাহিকতা বজায় রাখে এই কামনা করেছি।

আরো পড়ুন

ভোলা-বরিশাল সেতুর দাবিতে বরিশাল নগরীতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক ভোলা- বরিশাল সেতু নির্মানের দাবিতে বরিশাল নগরীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ০১ডিসেম্বর (সোমবার) সকাল …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *