বৃহস্পতিবার, নভেম্বর ২১, ২০২৪
CREATOR: gd-jpeg v1.0 (using IJG JPEG v62), default quality

বরিশালে সাংবাদিকের ওপর হামলা, আমানগঞ্জের তুহিন কারাগারে

বাংলাদেশ বাণী।।
বরিশালের এক সাংবাদিকের ওপর হামলা এবং টাকা ছিনতাইয়ের ঘটনায় অভিযুক্ত অবৈধ জাটকা ব্যবসায়ী তুহিন সিকদারকে আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়েছে। শনিবার দুপুরে বরিশাল চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত তাকে কারাগারে প্রেরণ করার আদেশ দেন।

এর আগে, শুক্রবার রাতে তুহিন সিকদারকে বরিশাল নগরের বেলতলা মাহমুদিয়া মাদরাসার সামনে আটক করে কাউনিয়া থানা পুলিশ।

মামলার এজাহারে বলা হয়, গত ১৬ অক্টোবর দুপুরে বরিশাল সদর উপজেলার তালতলি বাজারের লামছরী এলাকা থেকে মা ইলিশের নিষেধাজ্ঞা অমান্য করে অবৈধভাবে মা ইলিশ পাচারের খবর সংগ্রহ করতে গিয়ে সাংবাদিকের ওপর হামলা চালায় তুহিন সিকদার ও তার সহযোগী রাব্বি। হামলার একপর্যায়ে সাংবাদিকের পকেট থেকে নগদ টাকা ছিনতাই করা হয় এবং তার মোটরসাইকেল ভাঙচুর করা হয়। এ সময় তারা সাংবাদিককে প্রাণনাশের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে।

সাংবাদিক ১৬ অক্টোবর কাউনিয়া থানায় লিখিত অভিযোগ দাখিল করলে ২০ অক্টোবর তা এজাহার হিসেবে গ্রহণ করা হয় এবং মামলা নং জি আর ১২/২৪ নং হিসেবে রুজু করা হয়।

তুহিন সিকদার, যিনি বরিশাল নগরের উত্তর আমানগঞ্জ এলাকার মৃত আলম সিকদারের ছেলে এবং ছিডা কালুর জামাই, দীর্ঘদিন ধরে অবৈধ মাদক ব্যবসায় জড়িত। সম্প্রতি, ফেনসিডিলসহ নগর গোয়েন্দা পুলিশের হাতে আটক হওয়ার পর কারাবাসও করেছেন। তার বিরুদ্ধে অভিযোগ, তিনি দীর্ঘদিন ধরে অবৈধ মা ইলিশ এবং জাটকা পাচার করে আসছেন, এবং স্থানীয় আওয়ামী লীগ নেতা টুটুলের নাম ভাঙিয়ে এসব কার্যক্রম চালিয়ে আসছেন।

এদিকে, মামলার বাদী সাংবাদিক জানান, মা ইলিশ পাচারের খবর সংগ্রহের সময় তুহিন ও রাব্বি তাদের ওপর হামলা চালিয়ে মারধর করে, মোটরসাইকেল ভাঙচুর করে এবং টাকা ছিনতাই করে নিয়ে যায়।

কাউনিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) নুরে আলম জানান, সাংবাদিকের ওপর হামলার ঘটনায় তুহিন সিকদারকে আটক করা হয়েছে এবং তাকে আদালতে হাজির করা হলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। তবে রাব্বি পলাতক রয়েছে এবং তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা

আরো পড়ুন

ভোলার চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শরীফ মো. সানাউল হক’র বিদায়

এম এম রহমান,  ভোলা প্রতিনিধি‍॥ বিদায় বেলায় কাঁদলেন এবং কাঁদালেন ভোলার চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শরীফ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *