শনিবার, জানুয়ারি ৪, ২০২৫
sarjis alam
sarjis alam

কেন্দ্রীয় শহিদ মিনারে ৩১ ডিসেম্বর জুলাই বিপ্লবের ঘোষণাপত্র

 

বাংলাদেশ বাণী ডেস্ক॥

৩১ ডিসেম্বরের ঘোষণাপত্র লিখিত দলিল হিসেবে থাকবে বলে জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক এবং জুলাই শহিদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ও জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম।

রোববার (২৯ ডিসেম্বর) দুপুরে বিজয়নগরের কার্যালয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

সারজিস আলম জানান, ‘প্রোক্লেমেশন অব জুলাই রেভল্যুশন’ ঘোষণাটি বাংলাদেশের জন্য একটি লিখিত দলিল হিসেবে থাকবে, যা নতুন স্বপ্নগুলোর প্রতীক হবে। এই দলিল বিগত সিস্টেমগুলোর বিরুদ্ধে প্রতিরোধ জানাবে এবং আমাদের প্রত্যাশিত নতুন সিস্টেমের বাস্তবায়নের পথ সুগম করবে।

তিনি আরও বলেন, ৩১ ডিসেম্বরের ঘোষণাপত্র শহীদ পরিবারের স্বপ্ন হিসেবে চিহ্নিত হবে। বিগত সিস্টেমগুলো জনগণের কাছে গ্রহণযোগ্য হয়নি, এবং আগামীতে যে সিস্টেমগুলো মানুষের প্রত্যাশা নয়, তা স্পষ্টভাবে উল্লিখিত থাকবে।

ঘোষণাপত্রের ধারণা সম্পর্কে সারজিস বলেন, ২৪ সালের বিপ্লবের প্রেক্ষাপটে কী ঘটেছিল, তার পরবর্তী পরিস্থিতি কী হওয়া উচিত—এসব বিবেচনায় একটি আকাঙ্ক্ষার যাত্রা শুরু হবে। সেই আলোকেই রচিত হবে আগামীর বাংলাদেশের ঘোষণাপত্র।

আগামী ৩১ ডিসেম্বর ‘প্রোক্লেমেশন অব জুলাই রেভল্যুশন’ ঘোষণা করবে ছাত্র আন্দোলনের নেতারা। ওই দিন বিকেল ৩টায় কেন্দ্রীয় শহীদ মিনারে এই ঘোষণা দেওয়া হবে।

 

আরো পড়ুন

বিএনপি-জামায়াতপন্থী আইনজীবীরা বরিশাল বারের দায়িত্বে, উপদেষ্টা পরিষদ গঠন

বাংলাদেশ বাণী ডেস্ক॥ বরিশাল জেলা আইনজীবী সমিতির কার্যকরি পরিষদের দায়িত্ব এবার নিয়েছেন গত নির্বাচনে পরাজিত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *