শনিবার, এপ্রিল ১২, ২০২৫
chatra

বরিশালে ছাত্রদল ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক॥
নূর হোসেন দিবস উপলক্ষে বরিশালে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীদের অপতৎপরতা প্রতিহত করতে ছাত্রদল ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন পৃথক বিক্ষোভ করেছে। রোববার দুপুরে নগরীর অশ্বিনী কুমার হলের সামনে সদর রোডে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্যরা বিক্ষোভ সমাবেশ করেন। সমাবেশ শেষে তারা নগরীতে বিক্ষোভ মিছিল বের করেন। একই সময়ে, জেলা ও মহানগর ছাত্রদল তাদের দলীয় কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে কয়েক ঘণ্টা ধরে বিক্ষোভ প্রদর্শন করে।

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভে উপস্থিত ছিলেন সৈয়দ হাতেম আলী কলেজের শিক্ষার্থী গাজী রেদওয়ান, ব্রজমোহন (বিএম) কলেজের শিক্ষার্থী হুজাইফা রহমান, নাইম ইসলাম, আবদুল জলিলসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

ছাত্রদলের বিক্ষোভে উপস্থিত ছিলেন বরিশাল জেলা ছাত্রদলের সভাপতি মাহফুজুল আলম মিঠু, সহ-সভাপতি তৌফিক আল ইমরান, মহানগর ছাত্রদলের সভাপতি রেজাউল করিম রনি এবং সাধারণ সম্পাদক হুমায়ুন কবির প্রমুখ।

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বক্তারা তাদের বক্তব্যে বলেন, নূর হোসেন দিবসকে কেন্দ্র করে গণহত্যাকারী নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ অপতৎপরতার চেষ্টা করছে। তারা দাবি করেন, গণহত্যার বিচার না হওয়া পর্যন্ত ছাত্রলীগের কোন রাজনৈতিক কর্মকাণ্ড চালানো উচিত নয়। বক্তারা আরও বলেন, দেশে সুষ্ঠু নির্বাচন না হওয়া পর্যন্ত ছাত্রসমাজ জাতির পাহারাদার হিসেবে তাদের ভূমিকা অব্যাহত রাখবে।

আরো পড়ুন

বহিষ্কার হলেন বরিশাল নগর গোয়েন্দা পুলিশের এএসআই আউয়াল

নিজস্ব প্রতিবেদক ।। নির্ধারিত এলাকার বাইরে গৌরনদীতে অভিযান চালিয়ে মাদকসহ নারী ব্যবসায়ীকে আটকের পর ছেড়ে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *