বৃহস্পতিবার, নভেম্বর ২১, ২০২৪
model

বরিশাল সরকারি মডেল কলেজের অধ্যক্ষের অপসারণের দাবিতে বিক্ষোভ ও সড়ক অবরোধ

নিজস্ব প্রতিবেদক॥
বরিশাল সরকারি মডেল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মো. এহতেসাম উল হকের অপসারণের দাবিতে শিক্ষার্থীরা বিক্ষোভ ও অবরোধ করেছেন। রোববার দুপুরে নগরীর বান্দ রোডে সড়ক অবরোধ করে তারা। পরে যৌথবাহিনীর একটি টিম ঘটনাস্থলে আসলে শিক্ষার্থীরা সড়ক ছেড়ে ক্যাম্পাসে ফিরে যান এবং সেখানে বিক্ষোভ অব্যাহত রাখেন। তারা অধ্যক্ষের বিরুদ্ধে দুর্নীতি, অনিয়ম এবং আওয়ামী সরকারের সহায়কের ভূমিকা পালনের অভিযোগ এনে তার অপসারণের দাবি জানান।

শিক্ষার্থীদের অভিযোগ, অধ্যক্ষ এহতেসাম উল হক ২০২১ সালের জুন মাসে যোগ দেওয়ার পর থেকে বরিশাল সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর ঘনিষ্ঠ সহযোগী ছিলেন এবং তার মাধ্যমে বিভিন্ন সময়ে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের সঙ্গে অশোভন আচরণ করেছেন। তারা বলেন, অধ্যক্ষ বিভিন্ন সরকারি সম্পদ ব্যক্তিগত কাজে ব্যবহার করছেন এবং অভিভাবকদের সঙ্গে দেখা করতে গেলে সহজে দেখা করেন না, বরং প্রশ্ন করলে দুর্ব্যবহার করেন।

বিক্ষুব্ধ শিক্ষার্থীরা দাবি করেছেন, ৫ আগস্ট সরকার পতনের পর অধ্যক্ষ সরকারের সমর্থক হওয়ার পরিবর্তে বিরোধী সাজার চেষ্টা করছেন। এর পরিপ্রেক্ষিতে তারা অধ্যক্ষের অপসারণের জন্য ৭ দিনের আল্টিমেটাম দিয়েছেন এবং শিক্ষকদের পক্ষ থেকে সমাধানের আশ্বাস পাওয়ার পর তাদের আন্দোলন সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।

আরো পড়ুন

madartoli

মাদারতলী খালে অবৈধভাবে বালু ‍উত্তলন

মেহেন্দিগঞ্জের চরএককরিয়া ও চানপুর ইউনিয়নের মাঝ দিয়ে বয়ে চলা মাদারতলী খালটির নাব্যতা ফিরিয়ে আনতে  চলতি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *