বৃহস্পতিবার, ডিসেম্বর ৫, ২০২৪
1 (2)

বরিশাল বিভাগীয় ইয়োথ ক্রিকেট টুর্নামেন্ট, বিজয়ী “বরিশাল ইয়োথ টিমকে” সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক॥
বরিশাল বিভাগীয় ইয়োথ ক্রিকেট টুর্নামেন্ট ২০২৪ এর বিজয়ী দল বরিশাল ইয়োথ টিমের খেলোয়াড়দের সংবর্ধনা প্রদান করা হয়েছে। বরিশালের সাবেক ক্রিকেটার সাব্বির আহম্মেদ টোকন বরিশাল বিভাগীয় ইয়োথ ক্রিকেট টুর্নামেন্ট ২০২৪ এর বিজয়ী দল বরিশাল ইয়োথ টিমের খেলোয়াড়দের এই সংবর্ধনা প্রদান করছেন। রোববার দুপুরে বরিশাল নগরের হাসপাতাল রোডের সিলভার স্পুন রেস্তোরায় অনুষ্ঠানিকভাবে বিজয়ী দলের খেলোয়াড়দের সংবর্ধনা প্রদান করা হয়।

সাব্বির আহম্মেদ টোকন বরিশালের প্রথম বিভাগ, ঢাকার ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাব ও সাবেক অমরজোতি স্পোর্টিং ক্লাব সহ সনামধন্য বেশ কয়েকটি ক্লাবের হয়ে ক্রিকেট খেলেছেন। দ্বীর্ঘবছর প্রবাসে কাটিয়ে সপ্রতি তিনি দেশে ফিরেছেন।সাব্বির আহম্মেদ টোকন বলেছেন আগামীতে তিনি বরিশালের ক্রিকেটকে সামনে এগিয়ে নিতে সম্মিলিতভাবে সকলের সাথে কাজ করবেন।

এই টুর্নামেন্টে মোট ৮ টি দল অংশ নেয়।বরিশাল ইয়োথ টিম,পটুয়াখালী জেলা ক্রিকেট টিম, বরগুনা বয়েজ,হাঞ্জালা স্পোর্টিং ক্লাব, বেসিক কোচিং ক্রিকেট একাডেমি, ট্যালেন্ট হান্ট ক্রিকেট একাডেমি, ইয়াং টাইগার,বরিশাল জেলা এইজ লেভেল দল। গত ৪ নভেম্বর বরগুনা জেলা স্টেডিয়ামে বরিশাল ইয়োথ টিম ও পটুয়াখালী জেলা ক্রিকেট টিমের মধ্যে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। পটুয়াখালী ক্রিকেট টিম প্রথমে ব্যাটিংয়ে নেমে ৩৫ ওভারে ১৩০ রান করে। পরে ১৩১ রানের টার্গেটে নেমে ২ উইকেট হাতে রেখে ২৫ ওভার ২ বলে বরিশাল ইয়োথ টিম টান টান উত্তেজনাপূর্ন ম্যাচে পটুয়াখালী জেলা ক্রিকেট টিমকে ২ উইকেটে হারিয়ে বরিশাল ইয়োথ ক্রিকেট টিম জয়লাভ করে।

সংবর্ধনা অনুষ্ঠানে চ্যাম্পিয়ন দল বরিশাল ইয়োথ টিমের অধিনায়ক মাইনুল ইসলাম সুজন আয়োজকবৃন্দসহ দলের সকল খেলোয়াড়বৃন্দ এই সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে অতিথি ছিলেন- সাবেক ক্রিকেটার সাব্বির আহম্মেদ টোকন, আমিনুল হক মাসুম, মীর হাসান মোরশেদ সুমন, বজলুর রহমান, মহিউদ্দীন রুবেল, জহিরুল ইসলাম শান্ত, বরিশাল জেলা ক্রিকেট কোচ মাহমুদুল হায়দার, ফর্মার ক্রিকেটার্স ক্লাব বরিশাল এর সাধারণ সম্পাদক মীর মঞ্জুর মোরশেদ সুজন, সাবেক খেলোয়াড় ও সিলভার স্পুন এর সত্তাধিকারী মোঃ সেন্টু প্রমুখ।

আরো পড়ুন

আন্তর্জাতিক ক্বিরাত মাহফিলের ‘টাইটেল স্পন্সর’ হলো ইসলামী ব্যাংক হাসপাতাল

নিজস্ব প্রতিবেদক॥ বিভিন্ন দেশের খ্যাতিমান ক্বারীদের নিয়ে বরিশালে অনুষ্ঠিত হতে যাচ্ছে আন্তর্জাতিক ক্বিরাত মাহফিল। আগামী …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *