ভোলা প্রতিনিধি
ভোলার বোরহানউদ্দিন উপজেলায় বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী হাফিজ ইব্রাহিমের গণসংবর্ধনা অনুষ্ঠানে জামায়াতে ইসলামীর ৩০জন কর্মী বিএনপিতে যোগদান করেছেন বলে জানা গেছে। তবে তারা কেউই বোরহানউদ্দিন জামায়াতের কোনো পর্যায়ের জনশক্তি নন বলে জানিয়েছেন বোরহানউদ্দিন উপজেলা জামায়াতের আমির।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বিকেল ৫টার দিকে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোলা-২ আসনে (দৌলতখান-বোরহানউদ্দিন) বিএনপির মনোনয়ন পাওয়ায় বোরহানউদ্দিন মাধ্যমিক বিদ্যালয় মাঠে স্থানীয় বিএনপি আয়োজিত এক গণসংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত হয়ে বিএনপির নির্বাহী কমিটির সদস্য হাফিজ ইব্রাহিমের হাতে ফুলের তোড়া দিয়ে তারা বিএনপিতে যোগদান করেন। পরে তাদের গলায় ফুলের মালায় পরিয়ে দেওয়া হয়।
এ সময় গণসংবর্ধনা অনুষ্ঠানে বিএনপিতে যোগদানকৃতদের উদ্দেশ্যে হাফিজ ইব্রাহীম বলেন,যারা জামায়াতের রাজনীতি ছেড়ে বিএনপিতে যোগ দিয়েছেন সকলকে আমি ধন্যবাদ জানাই। আপনারা আমাদের নেতাকর্মীদের সাথে সমমর্যাদা ভোগ করবেন।
মাওলানা আবুল ফয়েজ নামে এক ব্যক্তি বলেন, “আওয়ামী লীগের আমলে আলেম ওলামাদের ওপর অত্যাচার হয়। কিন্তু বিএনপির সময়ে কোনো আলেম ওলামাদের ওপর অত্যাচার ও অসম্মান হতে দেখিনি। আজকে আমি সজ্ঞানে বিএনপিতে যোগদান করলাম।”
অনুষ্ঠানে ভোলা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শফিউর রহমান কিরণ,হারুনুর রশিদ ট্রুম্যান,ফজলুর রহমান বাচ্চু মোল্লা,জেলা বিএনপির সদস্য সচিব রাইসুল আলম, বোরহানউদ্দিন উপজেলা বিএনপির উপদেষ্টা আল এমরান খোকন, উপজেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট কাজী আজমসহ কয়েকহাজার বিএনপি নেতাকর্মী উপস্থিত ছিলেন।
এরপর রাতে বোরহানউদ্দিন উপজেলা জামায়াতে ইসলামীর আমির মো.মাকসুদুর রহমান ও সেক্রেটারী মো.আবুল কালামের যৌথ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ওই ৩০ জনের ভেতরে কেউ ই বোরহানউদ্দিন উপজেলা জামায়াতের কোন পর্যায়ের জনশক্তি নন। জামায়াতে ইসলামী থেকে ৩০ জন বিএনপিতে যোগদান করেছে মর্মে যে বিষয়টি ছড়ানো হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। আমরা এই অসত্য সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।