মঙ্গলবার, এপ্রিল ৮, ২০২৫
room

বরিশাল নগরীতে অভিনব প্রতারণার ফাঁদ

নিজস্ব প্রতিবেদক।।
বরিশাল নগরীতে অভিনত প্রতারণার ফাঁদ ফেলে টাকা-মেবাইল ছিনতাইয়ের মতো কর্মকান্ড চালিয়ে যাচ্ছে একটি চক্র। আর এতে ব্যবহার করা হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক। এরকম একটি চক্রের ফাঁদে পড়ে ছিনতাইয়ের শিকার হয়েছেন নগরীর ২২নং ওয়ার্ড হাতেম আলী চৌমাথা’র বাসিন্দা রিজাউল করিম। এ ঘটনায় তিনি বরিশাল কোতয়ালী মডেল থানায় সাধারণ ডায়েরি করেছেন।

রেজাউল করিম বলেন, আমি ফেসবুকে ‘টু-লেট বরিশাল’ নামের একটি গ্রুপে বাসা ভাড়া দেওয়া হবে বলে বিজ্ঞাপেন দেখতে পাই। ওই
বিজ্ঞাপনে দেয়া মোবাইল নাম্বারে যোগাযোগ করলে আমাকে বাসা দেখতে যাওয়ার জন্য বলে। আমি ৯ নভেম্বর রাত ৮ টার দিকে তাদের
দেওয়া ঠিকানা দক্ষিণ আলেকান্দা জমির খান সড়কের আপন প্যালেস নামের বাড়িতে যাই। সেখানে গেলে বসতে বলে, আমি বসার পড়ে সুমি
ও তুলি নামের দুই নারী রং চা খেতে দেন। চা খাওয়র পর কিছু বুঝে ওঠার আগেই আবদুল্লা ও সোলায়মান আমাকে বিবস্র করে ভিডিও
ধারন করে অস্ত্রের মুখে তাদের বানানো কথা ‘স্বিকারোক্তি’ নেয়। এ সময় আমার কাছ থেকে ১০ হাজার, ১টি টাচ ফোন, ২টি এটিএম
কার্ড, ড্রাইভিং লাইসেন্স নিয়ে যায়। এরপরও তারা আরও ১০ লক্ষ টাকা চাঁদা দাবি করে।

রেজাউল করিম বাংলাদেশ বাণীকে বলেন, বিভিন্ন সময় শুনেছি রাজধানীতে এ ধরনের ঘটনা ঘটে। কিন্তু বরিশাশে এমন ঘটনা ঘটতে পারে কল্পনাও করতে পারিনি। একদম সরল বিশ্বাসে গিয়েছিলাম বাসা দেখতে তারপর পড়লাম এই বিপদে। তিনি বাসা ভাড়া নেয়ার ক্ষেত্রে সবার আরও সতর্ক থাকা উচিত বলে জানান।

এদিকে, থানায় করা সাধারন ডায়েরিতে দেয়া প্রতারক চক্রের 01776702226 মোবাইল নম্বরে যোগাযোগের চেষ্টা করে বাংলাদেশ বাণীর রিপোর্টার। কিন্তু রিং বাজলেও চক্রটির কেউ ফোন রিসিভ করেনি।

আরো পড়ুন

হাকিমুদ্দিনে ফকিরকান্দি ছাত্র ফোরামের ঈদ পুনর্মিলনী

রিয়াজ ফরাজি ।। ভোলার বোরহানউদ্দিন উপজেলার হাকিমুদ্দিন ফকির কান্দি ছাত্র ফোরামর উদ্যোগে ঈদের দ্বিতীয় দিন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *