অনলাইন ডেস্ক।।
বাংলাদেশের রাষ্ট্রপতির সরকারি বাসভবন, বঙ্গভবনের দরবার হল থেকে শেখ মুজিবুর রহমানের ছবি সরানো হয়েছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের নতুন উপদেষ্টা মাহফুজ আলম। সোমবার সকালে, তিনি তার ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে এই তথ্য জানান। পোস্টে তিনি বলেন, “এটা আমাদের জন্য লজ্জার যে, ৫ আগস্টের পর বঙ্গভবন থেকে শেখ মুজিবুর রহমানের ছবি সরানো সম্ভব হয়নি। তবে, যতদিন জুলাইয়ের চেতনা বেঁচে থাকবে, তার ছবি আর কোথাও দেখা যাবে না।”
তিনি আরও লেখেন, “শেখ মুজিব ও তার কন্যা ১৯৭২ সালের অগণতান্ত্রিক সংবিধান, দুর্ভিক্ষ, কোটি কোটি টাকা পাচার এবং বিরোধীদের বিচারবহির্ভূত হত্যাসহ (৭২-৭৫, ২০০৯-২০২৪) বাংলাদেশের জনগণের প্রতি যে অবিচার করেছেন, তা আওয়ামী লীগকে স্বীকার করতে হবে এবং ক্ষমা চাইতে হবে। তবে, তখনই আমরা ১৯৭১ সালের আগের শেখ মুজিবকে স্মরণ করতে পারব।”
মাহফুজ আলম তার পোস্টে লেখেন, “ক্ষমা না চাওয়া পর্যন্ত এবং ফ্যাসিস্টদের বিচার না করা পর্যন্ত কোনো ধরনের সমঝোতা হতে পারে না।”
উল্লেখ্য, ২৮ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের লিয়াজোঁ কমিটির প্রধান সমন্বয়ক মাহফুজ আলমকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বিশেষ সহকারী হিসেবে নিয়োগ দেওয়া হয়। পরবর্তীতে তিনি অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে নিয়োগ পান।
মাহফুজ আলম তার পোস্টে একটি ছবি যুক্ত করেছেন, যেখানে তাকে দরবার হলে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। ছবিটি তুলেছেন আরেক উপদেষ্টা আসিফ মাহমুদ। ছবিতে দেখা যাচ্ছে, যেখানে আগে শেখ মুজিবুর রহমানের ছবি ছিল, সেখানে এখন তার ছবি নেই।
এটি স্মরণীয় যে, বাংলাদেশের সংবিধানের ৪(ক) অনুচ্ছেদে শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্পিকার, প্রধান বিচারপতি, সরকারি ও আধা-সরকারি অফিস, শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে প্রদর্শন এবং সংরক্ষণের কথা বলা হয়েছে।