শুক্রবার, ডিসেম্বর ৫, ২০২৫

বরিশালে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক
রোগীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ অংশ হিসেবে কাজ করা মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা দশম গ্রেড বাস্তবায়নের এক দফা দাবীতে সারাদেশের ন্যায়ে বরিশালেও মানববন্ধন করেছেন।

বরিশালে জেলা সম্মিলত মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টবৃন্দের আয়োজনে আজ বুধবার (১৯ নভেম্বর) দুপুর ২টায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে এই মানববন্ধন কর্মসূচী পালন করে তারা।

এসময় বক্তব্য রাখেন মেডিকেল ফার্মাসিস্ট মোঃ সাইফুল ইসলাম লিটন, মেডিকেল টেকনোলজিস্ট মোঃ জাহিদ হোসেন ও মোঃ তাওহিদ হাসান সহ অন্যান্যরা।

মানবন্ধনে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে বেতন বৈষম্যের শিকার হয়ে আসছেন মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা। দেশের অন্যান্য ডিপ্লোমাধারী কর্মকর্তাদের দ্বিতীয় শ্রেণীতে উন্নীত করা হলেও মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ক্ষেত্রে এখনো বৈষম্য রয়ে গেছে।

সারাদেশে ল্যাব টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা স্বাস্থ্যব্যবস্থায় গুরুত্বপূর্ণ অবদান রাখলেও বারবার তাদের দাবি অবহেলিত হচ্ছে। তাই দশম গ্রেড বাস্তবায়ন চাই। দ্রুত সময়ের মধ্যে দশম গ্রেড বাস্তবায়ন না হলে কর্মবিরতি সহ কঠোর কর্মসূচির হুঁশিয়ারিও দেন তারা।

আরো পড়ুন

মায়ের কিডনি দিয়েও বাঁচানো গেল না ছেলের জীবন

সাকী মাহবুব পাংশা প্রতিনিধি।। রাজবাড়ীর পাংশা উপজেলার মুছিদাহ গ্রামে ছড়িয়ে পড়েছে শোকের ছায়া। মৃত্যুর কাছে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *