শুক্রবার, ডিসেম্বর ৫, ২০২৫

ভোলায় ৫০ কেজি ওজনের বিরল প্রজাতির কচ্ছপ উদ্ধার

ভোলা প্রতিনিধি
জেলার সদর উপজেলায় ৫০ কেজি ওজনের বিরল প্রজাতির একটি কচ্ছপ উদ্ধার করেছে বনবিভাগ। সোমবার দিবাগত মঙ্গলবার রাত আড়াইটার দিকে সদর উপজেলার পূর্ব ইলিশা ইউনিয়নের পরানগঞ্জ বাজার এলাকা থেকে কচ্ছপটি উদ্ধার করা হয়।

বন বিভাগ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দিবাগত মঙ্গলবার রাত আড়াইটার দিকে ভোলা সদরের পূর্ব ইলিশা ইউনিয়নের পরানগঞ্জ বাজার এলাকায় স্থানীয়রা বস্তাবন্দি অবস্থায় একটি কচ্ছপ পড়ে থাকতে দেখে বন বিভাগকে খবর দেন।

ঘটনাস্থলে গিয়ে বন বিভাগের কর্মীরা কচ্ছপটি উদ্ধার করে নিয়ে যান। ধারণা করা হচ্ছে অসাধু ব্যক্তিরা কচ্ছপটিকে পাচারের চেষ্টা করছিল। বিষয়টি নিশ্চিত করে ভোলা সদর বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা সুফল রায় জানান, প্রায় ৫০ কেজি ওজনের ‘জলপাই রঙ্গা সামুদ্রিক কচ্ছপ’ টি বর্তমানে বন অফিস হেফাজতে রাখা হয়েছে।

প্রাণীটিকে প্রাথমিক চিকিৎসা দিয়ে অবজারভেশনে রাখা হয়েছে। তিনি জানান, আগামীকাল বুধবার কচ্ছপটিকে চরফ্যাশন উপজেলার ঢালচর সমুদ্র সৈকতের নিকটবর্তী এলাকায় অবমুক্ত করা হবে।

আরো পড়ুন

ভোলা-বরিশাল সেতুর দাবিতে বরিশাল নগরীতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক ভোলা- বরিশাল সেতু নির্মানের দাবিতে বরিশাল নগরীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ০১ডিসেম্বর (সোমবার) সকাল …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *