বৃহস্পতিবার, জানুয়ারি ২৯, ২০২৬

টেকসই ও মজবুত রাস্তা নির্মাণে আপস নয়: নৌ পরিবহন উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক
নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন বলেছেন, সড়ক নির্মাণে কোনো ধরনের আপস করা যাবে না। একবার রাস্তা নির্মাণের পর তা বারবার সংস্কারের সুযোগ নেই, তাই শুরু থেকেই টেকসই ও মজবুতভাবে কাজ করতে হবে।

রবিবার নগরীর পোর্ট রোড পুনঃনির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উপদেষ্টা জানান, পোর্ট রোডের কাজ আরসিসি ঢালাইয়ের মাধ্যমে টেকসইভাবে সম্পন্ন করা হবে। ৪ কিলোমিটার দীর্ঘ এই সড়ক পুনঃনির্মাণে প্রায় ৭ কোটি ৪২ লাখ টাকা ব্যয় ধরা হয়েছে, যাতে ভবিষ্যতে বারবার সংস্কারের প্রয়োজন না হয়। কাজের মান নিশ্চিত করতে ঠিকাদারকে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

এ কাজে স্থানীয়দের সহযোগিতা কামনা করেন তিনি। তিনি আরও বলেন, বরিশালের অন্যতম ব্যস্ততম বাজার এলাকা পোর্ট রোড। এই বাজারের ঐতিহ্য বজায় রাখতে মজবুত রাস্তা অত্যন্ত জরুরি। পানি জমে রাস্তার ক্ষতি এড়াতে সড়কের দুপাশে ড্রেন নির্মাণ করা হবে। রাস্তার কাজ শেষ না হওয়া পর্যন্ত জনগণকে ব্যবহার থেকে বিরত থাকার আহ্বান জানান উপদেষ্টা।

তিনি বলেন, “রাস্তা আপনাদের জন্যই তৈরি হচ্ছে, তাই কাজ যেন সঠিকভাবে সম্পন্ন হয় সেদিকে সবার নজর দিতে হবে।” অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক মো. ওবায়দুল্লাহ, বিআইডব্লিউটিএ কর্মকর্তাসহ স্থানীয় ব্যবসায়ী প্রতিনিধি ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

 

আরো পড়ুন

’৬৯ এর গণঅভ্যূত্থানে শহীদ বরিশাল একে স্কুলের শিক্ষার্থী আলাউদ্দিনের মৃত্যুবার্ষিকী আজ

নিজস্ব প্রতিবেদক।। ’৬৯ এর গণ অভ্যূত্থানে বরিশাল বিভাগের প্রথম শহীদ মোহাম্মদ আলাউদ্দিনের মৃত্যুবার্ষিকী আজ, ২৮ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *