নিজস্ব প্রতিবেদক
বরিশালে দাঁড়িয়ে থাকা একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। সোমবার (১৭ নভেম্বর) রাত ২টার দিকে সদর উপজেলার চরকাউয়া ইউনিয়ের দিনারেরপুল এলাকায় এ ঘটনা ঘটে। বাসমালিক আব্দুর রহিম জানান, মিনিবাসটি চরকাউয়া–লাহারহাট–গোমা রুটে চলাচল করতো।
রাতে বাসটি দিনারেরপুল এলাকায় দাঁড়িয়ে ছিল। রাত ২টার দিকে দুর্বৃত্তরা বাসে আগুন দিয়ে পালিয়ে যায়। স্থানীয়দের সহায়তায় রাত সাড়ে ৩টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। এ সময় বাসের ভিতরের ডেকোরেশনসহ প্রায় সবই পুড়ে যায়। এ দিকে সকালে সেনাবাহিনী, পুলিশ ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।
এ বিষয়ে বরিশাল মেট্রোপলিটন বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, আশপাশের সিসি টিভি ক্যামেরা পর্যবেক্ষণ করা হচ্ছে। ভুক্তভোগীকে লিখিত অভিযোগ দেয়ার জন্য বলা হয়েছে।
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।