নিজস্ব প্রতিবেদক
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বানচালের উদ্দেশ্যে পরিকল্পিত ষড়যন্ত্রের অংশ হিসেবেই ঢাকা-৮ আসনের প্রার্থী ও জুলাই যোদ্ধা শরীফ ওসমান হাদিকে গুলি করে হত্যা করা হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ।
শুক্রবার (১৯ ডিসেম্বর) বরিশাল সদর উপজেলার চরমোনাই ইউনিয়নের রাজারচরে প্রয়াত বিএনপি নেতা মো. ফরিদ হোসেন রাড়ীর স্মরণসভা ও দোয়া মাহফিলে অংশগ্রহণ করে এসব কথা বলেন তিনি।
এসময় রহমাতুল্লাহ বলেন, একটি মহল দীর্ঘদিন ধরে নানা অজুহাতে জাতিকে বিভ্রান্ত করে আসছে। তারা চায় না দেশে সময়মতো সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন হোক। সেই লক্ষ্য বাস্তবায়নে পরিকল্পিতভাবে রাজনৈতিক পরিবেশ অস্থিতিশীল করার চেষ্টা চলছে। শরীফ ওসমান হাদির ওপর গুলিবর্ষণ ও হত্যাকাণ্ড সেই গভীর ষড়যন্ত্রেরই বহিঃপ্রকাশ।
তিনি আরও বলেন, হাদির ওপর হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে যখন দেশজুড়ে প্রতিবাদ ও নিন্দা জানানো হচ্ছে, তখন একটি চক্র সেই ন্যায্য দাবিকে ভিন্নখাতে প্রবাহিত করে রাজনৈতিক ফায়দা হাসিলের অপচেষ্টা চালাচ্ছে।
তিনি অভিযোগ করেন, হাদির মৃত্যুর সংবাদ প্রচারের পর যখন পুরো জাতি শোকাহত, তখন পরিকল্পিতভাবে বিভিন্ন স্থানে গণমাধ্যম অফিসে হামলা, সাংবাদিক ও কর্মীদের অবরুদ্ধ করা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটানো হয়েছে। এসব ঘটনার মূল উদ্দেশ্যই হলো দেশকে অরাজক পরিস্থিতির দিকে ঠেলে দিয়ে আগামী নির্বাচন বানচাল করা।
রহমাতুল্লাহ বলেন, শরীফ ওসমান হাদি ছিলেন একজন দেশপ্রেমিক জুলাই যোদ্ধা। তিনি কখনোই দেশের গণতন্ত্র ক্ষতিগ্রস্ত হয়, এমন কোনো কর্মকাণ্ডে বিশ্বাস করতেন না। দেশি-বিদেশি ষড়যন্ত্রের অংশ হিসেবেই তাকে হত্যা করা হয়েছে এবং এর মাধ্যমে দেশে উত্তপ্ত পরিস্থিতি তৈরির চেষ্টা চলছে।
তিনি সরকারকে অবিলম্বে দোষীদের শনাক্ত করে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। এদিকে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন বরিশাল সদর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আ. সালাম রাড়ী, শাকিল মেম্বারসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।