মঙ্গলবার, ডিসেম্বর ৩, ২০২৪
betagi

বেতাগীতে ভিপি জমির লিজ পাচ্ছে প্রভাবশালী মতিউর, বঞ্চিত ভূমিহীনরা

মোঃ বশির উল্লাহ বাসার, বেতাগী।।
বরগুনার বেতাগী উপজেলাধীন বুড়ামজুমদার মৌজার বেশ কিছু ভিপি সম্পত্তি ভূমি মন্ত্রণালয়ের তদন্ত শেষে এলাকার ভূমিহীনদের মধ্যে বন্দোবস্ত দেয়ার নির্দেশ দিলেও তা উপেক্ষা করার মানা কৌশল ও ফন্দি- ফিকিরে ব্যস্ত রয়েছে প্রভাবশালী মহল। আর এর সাথে জড়িত রয়েছে জেলা ও উপজেলার কয়েকজন স্বার্থন্বেষী কর্মকর্তা।- এক অভিযোগের ভিত্তিতে সরজমিনে অনুসন্ধান ও বিভিন্ন সূত্রে জানা যায়, বুড়ামজুমদার মৌজার ভিপি সম্পত্তি নিয়ে বছরের পর বছর ধরে এলাকার প্রভাবশালী ও ভূমিহীনদের মধ্যে ব্যাপক দ্বন্দু অভিযোগ পাল্টা অভিযোগ এমনকি – ভূমি মন্ত্রণালয় পর্যন্ত চিঠি চালাচালি হয়ে আসছে। সংশ্লিষ্ট এলাকার কয়েকজন ভূমিহীন কৃষক অভিযোগ করেন, এত কিছুর পরও প্রভাবশালীদের চাপের মুখে চলতি বছরেও ভূমিহীনদের বঞ্চিত করে সেই পরিচিত ভূমি সন্ত্রাসী মতিউর রহমান ও তাদের প্রবাসী ভাইদের নামে লিজ দেয়ার পাঁয়তারা চলছে। সূত্রমতে, বরগুনা জেলার বেতাগী উপজেলাধীন ৪৮ নং বুড়ামজুমদার যৌজার এসএ-৫৪৫ নং খতিয়ানের নং দাগে মোট ৮.৬৩ একর সম্পত্তির রেকর্ডিয় মালিক যতিন্দ্র মোহন, পিতা জগৎ মোহন দাস। প্রকৃত মালিক ২৯২৮, ২৯২৯, ২৯৩০, ২৯৩২, ২৯৩৩ এলাকার না থাকায় ১৪৯৭ বি/৭২-৭৩ নং মিল কেলোর মাধ্যমে ভিপি নথিভুক্ত হয়। অবৈধ যোগাগেরর মাধ্যমে উক্ত জমি লীজ নিয়ে আসছেন প্রভাবশালী মতিউর রহমান গংরা। মতিউর রহমান ও তার দুই ভাই এলাকায় কোটিপতি’ও ব্যাপক জমি জমার মালিক বলে পরিচিত নিয়ম অনুযায়ী ডিপি সম্পত্তির, প্রকৃত ওয়ারিশ অথবা স্থানীয় ভূমিহীনরা। লিজ পাওয়ার দাবিদার।

এব্যাপারে স্থানীয় জনগণ মতিউর রহমানের লিজ বাতিল করার আবেদন জানালে বরগুনার জেলা প্রশাসক ৩০-১০-০৪ তারিখ- তদন্ত পূর্বক মতিউর রহমানের দুই ভাই প্রবাসী আবেদুজ্জামান ও আমিরুজ্জামানের নামে থাকা লিজ। বাতিল করে এলাকার ভূমিহীনদের নামে লিজ প্রদানের নির্দেশ দেন। কিন্তু, মতিউর রহমান টাকার জোরে ভূমি অফিসের কর্মকর্তাদের ম্যানেজ করে জমির শ্রেণী পরিবর্তন দেখিয়ে পুনঃরায় লিজ গ্রহণ করে আসছে। সর্বশেষ গত বছরের ২৬ মে ঢাকাস্থ আইন সহায়তা কেন্দ্রের নির্বাহী পরিচালকের আবেদনের প্রেক্ষিতে ভূমি মন্ত্রণালয়ের নির্দেশে বরিশাল বিভাগের অতিরিক্ত কমিশনার (রাজস্ব) সরজমিনে, তদন্ত করে মতিউর রহমান ও তার চাকরিজীবী ও প্রবাসী ভাইদের নামে লিজ অর্পিত সম্পত্তি ব্যবস্থাপনা আইনের পরিপন্থী বলে মতামত দেন। কিন্তু মতিউর রহমান অত্যন্ত প্রভাবশালী ও ধনাঢ্য হওয়ায় অবৈধ যোগাযোগের। মাধ্যমে আবারও লিজ গ্রহণের পাঁয়তারা, করছেন। মতিউর রহমান এলাকায় এতই প্রভাবশালী ও ধন-সম্পদে পরিপূর্ণ যে, এলাকার অধিকাংশ মানুষের ধারণা যেভাবেই হোক মতিউর রহমান লিজ নিয়েই ছাড়বেন। বিগত দিনেও তাই। হয়েছে। সচেতন মহলের প্রশ্ন প্রভাবশালীদের কারণে ভূমিহীনরা বার বার বঞ্চিতই থেকে যাবে? আর ভূমি অফিসের অসাধু। কর্মকর্তা-কর্মচারীরা হবেন আঙ্গুল ফুলে কলাগাছ

আরো পড়ুন

AMTALI POWER-0

‘শেখ হাসিনার উদ্যোগ ঘরে ঘরে বিদ্যুৎ’ লেখা বিল পৌঁছে দিচ্ছেন পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ

আমতলী প্রতিনিধি॥ “শেখ হাসিনার উদ্যোগ ঘরে ঘরে বিদ্যুৎ” এমন শ্লোগান লিখা বিদ্যুৎ বিল আমতলী উপজেলার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *