শুক্রবার, ডিসেম্বর ৫, ২০২৫

তালতলী শুভ সন্ধ্যা সমুদ্র সৈকত রক্ষা দাবীতে মানববন্ধন

আমতলী প্রতিনিধি
বরগুনার তালতলী শুভ সন্ধ্যা ও নিদ্রা সৈকত এলাকা থেকে অবৈধ ভাবে বালু উত্তোলন বন্ধ ও সমুদ্র সৈকত ভাঙ্গনের হাত থেকে রক্ষার জন্য ঘন্টাব্যাপী এক মানববন্ধন কর্মসূচী পালন করেছে এলাকাবাসী।

বুধবার সকাল ১০টায় এ মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়। মানবন্ধন কর্মসূচীতে স্থানীয় প্রায় শতাধিক মানুষ অংশগ্রহন করে।নিশানবাড়ীয়া ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান বাচ্চুর সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচীতে বক্তব্য রাখেন

ইউপি সদস্য বাবুল হাওলাদার, শহীদ আকন, সাবেক ইউপি সদস্য আলমগীর হাওলাদার এবং স্থানীয় শাহজাহান শেখ, জাহাঙ্গীর হাওলাদার ও দেলোয়ার হোসেন।

বক্তারা বলেন, শুভ সন্ধ্যা একটি পর্যটন কেন্দ্র এখান থেকে একটি চোরাই মহল রাতের আধারে অবৈধ ভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলন করে নিয়ে যাচ্ছে। পর্যটন এলাকার কোল ঘেষে অবৈধ ভাবে বালু তোলায় ভাঙ্গনের মুখে পরেছে ঝাউবনসহ সমুদ্র সৈকত।

বক্তারা অবৈধ ভাবে বালু উত্তোলন বন্ধের দাবী জানান। নিশান বাড়িয়া ইউপি চেয়ারম্যান বলেন, শুভসন্ধ্য সমুদ্র সৈকতকে ভাঙ্গনের হাত থেকে রক্ষার জন্য বালু উত্তোলন বন্ধ ও জিউব্যাগ ফালানোর দাবী জানান।

আরো পড়ুন

বরগুনায় ৭০০ নারী পুরুষের বিএনপিতে যোগদান

বরগুনা প্রতিনিধি জেলার বেতাগী উপজেলার বাসিন্দা হিন্দু সম্প্রদায়ের ৭০০ নারী পুরুষ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *