বৃহস্পতিবার, নভেম্বর ২১, ২০২৪

ডিজিটাল প্রতারণার টাকা উদ্ধার করে প্রকৃত মালিককে ফেরত দিল পুলিশ

শফিকুল ইসলাম মাসুদ, পিরোজপুর॥
পিরোজপুরের বিভিন্ন ব্যক্তির বিকাশ, নগদ এবং ব্যাংক একাউন্ট থেকে প্রতারণার মাধ্যমে হাতিয়ে নেয়া নগদ অর্থ উদ্ধার করে প্রকৃত মালিকদের হাতে তুলে দিলেন পিরোজপুর জেলা পুলিশ। কয়েকজন ব্যক্তির অভিযোগের প্রেক্ষিতে জেলা পুলিশের উদ্যোগে উক্ত অর্থ উদ্ধার করা হয়। গতকাল সোমবার (১১ নভেম্বর) পিরোজপুর জেলা পুলিশ সুপার (এসপি) খাঁন মুহাম্মদ আবু নাসের সাংবাদিকদের সামনে উদ্ধারকৃত টাকা সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন এবং ভুক্তভোগীদের হাতে অর্থ তুলে দের।

পুলিশ জানায়, পিরোজপুরে বিভিন্ন ভূক্তভোগীদের ডিজিটাল প্রতারণার ফাঁদে ফেলে দেশের বিভিন্ন স্থান থেকে প্রতারক চক্র ভিকটিমদের থেকে টাকা হাতিয়ে নেয়। অভিযোগের প্রেক্ষিতে জেলা পুলিশ খোয়ানো টাকা উদ্ধার করে। প্রতারক চক্র বিকাশ-নগদ ও অনলাইন ব্যাংক একাউন্ট হ্যাক করে এবং অন্যের মেসেঞ্জার-ইমো হ্যাক করে ভিকটিমদের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়ায় ভিকটিমরা থানায় অভিযোগ করে সহযোগিতার জন্য পুলিশ সুপার কার্যালয়ে আসেন। অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপারেশন্স) মো. মুকিত হাসান খাঁন ভিকটিমদের অভিযোগগুলো তদন্ত করে প্রতারক চক্রকে সনাক্ত করতে সক্ষম হয় এবং সংশ্লিষ্ট থানার সহযোগিতায় টাকাগুলো উদ্ধারে সক্ষম হয়।

এ সময় পুলিশ জানান, পৌর শহরের দক্ষিণ পূর্ব মাছিমপুর (ইয়াসিন খানের পুল ৮ নং ওয়ার্ড) এলাকার মো. মোসলেম আলী হাওলাদার এর পুত্র মো. মনিরুজ্জামান বাবলু এর ইসলামী ব্যাংক একাউন্ট এর পিন নম্বর হ্যাক করে গত ৫ জুলাই ৯০ হাজার টাকা হাতিয়ে নেয় প্রতারক চক্র। এছাড়া সমাজসেবা অধিদপ্তরের পরিচালকের পরিচয়ে পিরোজপুরের ডোম চয়নের কাছে ফোন দিয়ে নিরাপত্তা বেস্টনীর ভাতা প্রদানের কথা বলে ১০ অক্টোবর বিকাশে ৮ হাজার টাকা হাতিয়ে নেয় । এ ছাড়া হুলারহাট এর মরিচাল এলাকার মৃত আঃ জলিল মহাজান এর পুত্র মো. নাছিম হোসাইন এর ইমো ও মেসেঞ্জার আাইডি হ্যাক করে গত জুন ও জুলাই মাসে ১ লাখ টাকা হাতিয়ে নেয় ওৈই প্রতারক চক্র।

পুলিশ অভিযোগের ভিত্তিতে ১লক্ষ ৯৮ হাজার উদ্ধার করে ভিকটিমদের হাতে তুলে দেন। প্রতারক চক্র গাইবান্ধার গোবিন্দগঞ্জ, নড়াইলের সদর ও কালিয়া থানা এবং ফরিদপুরের ভাংগায় বসে অপরাধ সংগঠিত করেছে। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহন করা হয়েছে।

আরো পড়ুন

madartoli

মাদারতলী খালে অবৈধভাবে বালু ‍উত্তলন

মেহেন্দিগঞ্জের চরএককরিয়া ও চানপুর ইউনিয়নের মাঝ দিয়ে বয়ে চলা মাদারতলী খালটির নাব্যতা ফিরিয়ে আনতে  চলতি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *