শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪

নলছিটিতে নানা আয়োজনে বিজয় দিবস পালিত

নলছিটি প্রতিনিধি॥
ঝালকাঠির নলছিটিতে যথাযোগ্য মর্যাদায় নানা আয়োজনের মধ্য দিয়ে মহান বিজয় দিবস পালিত হয়েছে।
সোমবার (১৬ ডিসেম্বর) সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে শুরু হয় বিজয় দিবসের আনুষ্ঠানিকতা। দিবসটির প্রথম প্রহরে নলছিটি শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে  ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা নির্বাহী অফিসার মো.নজরুল ইসলাম,থানার অফিসার ইনচার্জ আব্দুস ছালামসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ, সামাজিক-রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠন।
এ উপলক্ষ্যে সকাল ১০ টায় চায়না মাঠে বিজয় মেলার উদ্বোধন করেন ইউএনও।এসময় অতিথিরা মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন। পরে বেলা ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে বীর মুক্তিযোদ্ধাদের সংবধর্না দেয়া হয়। এতে  উপজেলা নির্বাহী অফিসার মো.নজরুল ইসলামের সভাপতিত্বে উপজেলার দেড়শতাধিক মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়।
এছাড়াও মহান বিজয় দিবস উপলক্ষ্যে উপজেলা প্রশাসনের উদ্যোগে শিশুদের জন্য চিত্রাংকন প্রতিযোগীতা, হাসপাতাল ও ইয়াতিমখানায় খাবার পরিবেশন,দোয়া মোনাজাত,ক্রীড়া প্রতিযোগীতা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।৷ কাজী সোহাগ নলছিটি

আরো পড়ুন

Tanvir-Arafat-SP-DC

বরিশালে সাংবাদিক পেটানো সেই ডিসি গ্রেফতার

বাংলাদেশ বাণী ডেস্ক॥ বরিশাল মেট্রোপলিটন পুলিশের সাবেক উপ কমিশনার (ডিসি) ‘তিন অপশন’ খ্যাত পুলিশ সুপার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *