রিয়াজ ফরাজী, বোরহানউদ্দিন
ভোলার বোরহানউদ্দিন উপজেলার কুতুবা ইউনিয়নের ১নং ওয়ার্ডের লক্ষিপুর গ্রামে মানসিকভাবে অসুস্থ স্বামীর হাতে নারীর দুঃখজনক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২০ নভেম্বর ২০২৫) দুপুরে লক্ষিপুর গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় বাবুল জানান, মো. মজিবল ফরাজি বহুদিন ধরে মানসিক ভারসাম্যহীন অবস্থায় ছিলেন। ঘটনার দিন তিনি বাড়ির পাশে একটি গাছ কাটছিলেন।
এসময় তিনি হঠাৎ উত্তেজিত হয়ে পড়েন এবং হাতে থাকা কুড়াল অনিয়ন্ত্রিতভাবে নাড়াচাড়া করতে গিয়ে পাশে থাকা স্ত্রী সুফিয়া বেগমের মাথায় আঘাত লাগে। এটি সম্পূর্ণই নিয়ন্ত্রণহীন মুহূর্তের একটি দুর্ঘটনা বলে স্থানীয়রা জানান।
তাৎক্ষণিকভাবে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার চেষ্টা করেন, কিন্তু পথেই তার মৃত্যু হয়। খবর পেয়ে বোরহানউদ্দিন থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ভোলা সদর হাসপাতাল মর্গে পাঠায়।
নিহতের মেয়ে আরজু বেগম বলেন, “আমার বাবা অনেকদিন ধরে মানসিকভাবে অসুস্থ। এটি পুরোপুরি একটি পারিবারিক দুর্ঘটনা। আমরা কোনো ধরনের মামলা-মোকদ্দমায় যেতে চাই না।”
বোরহানউদ্দিন থানার ওসি জানান, পরিবার পক্ষে কোনো অভিযোগ দেয়নি। বিষয়টি মানসিক অসুস্থতার কারণে ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। অপ্রত্যাশিত এ ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।