বুলবুল আহমেদ, রাজাপুর
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রস্তাবিত রাষ্ট্রকাঠামোর ৩১ দফা প্রচারে লিফলেট বিতরণ করেছেন ঝালকাঠি-১ (রাজাপুর–কাঠালিয়া) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী এবং জাতীয় নির্বাহী কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক মো. রফিকুল ইসলাম জামাল।২১ নভেম্বর শুক্রবার বিকেল ৪ টার দিকে কাঠালিয়া উপজেলার বটতলা বাজারে তিনি এ কর্মসূচি পরিচালনা করেন।
লিফলেট বিতরণের সময় রফিকুল ইসলাম জামাল বলেন, “গণতন্ত্র পুনরুদ্ধার, ভোটাধিকার নিশ্চিতকরণ এবং জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠাই আমাদের ৩১ দফার মূল লক্ষ্য। জনগণের অধিকার ফিরিয়ে আনতে বিএনপি বদ্ধপরিকর।”
এর আগে বিকেল ৩ টায় তিনি কাঠালিয়া উপজেলা বিএনপির কোষাধ্যক্ষ মরহুম রিয়াজ আকনের কবর জিয়ারত করেন। সেখানে তিনি মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর পরিবারের খোঁজখবর নেন।
এ সময় তাঁর সঙ্গে রাজাপুর ও কাঠালিয়া উপজেলা বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।