শুক্রবার, ডিসেম্বর ৫, ২০২৫
filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; brp_mask:0; brp_del_th:null; brp_del_sen:null; delta:null; module: video;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 0;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 36;

কাঠালিয়ায় বিএনপির ৩১ দফা লিফলেট বিতরণ

বুলবুল আহমেদ, রাজাপুর
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের  প্রস্তাবিত রাষ্ট্রকাঠামোর ৩১ দফা প্রচারে লিফলেট বিতরণ করেছেন ঝালকাঠি-১ (রাজাপুর–কাঠালিয়া) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী এবং জাতীয় নির্বাহী কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক মো. রফিকুল ইসলাম জামাল।২১ নভেম্বর শুক্রবার  বিকেল ৪ টার দিকে কাঠালিয়া উপজেলার  বটতলা বাজারে তিনি এ কর্মসূচি পরিচালনা করেন।
লিফলেট বিতরণের সময় রফিকুল ইসলাম জামাল বলেন, “গণতন্ত্র পুনরুদ্ধার, ভোটাধিকার নিশ্চিতকরণ এবং জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠাই আমাদের ৩১ দফার মূল লক্ষ্য। জনগণের অধিকার ফিরিয়ে আনতে বিএনপি বদ্ধপরিকর।”
এর আগে বিকেল ৩ টায় তিনি কাঠালিয়া উপজেলা বিএনপির কোষাধ্যক্ষ মরহুম রিয়াজ আকনের কবর জিয়ারত করেন। সেখানে তিনি মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর পরিবারের খোঁজখবর নেন।
এ সময় তাঁর সঙ্গে রাজাপুর ও কাঠালিয়া উপজেলা বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আরো পড়ুন

প্রাথমিক শিক্ষকদের ধর্মঘটে স্থগিত হলো বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষা

এনামুল হক সিকদার নলছিটি প্রতিনিধি।। সারাদেশে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের তিন দফা দাবির আন্দোলন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *