শুক্রবার, ডিসেম্বর ৫, ২০২৫

মুলাদী-বাবুগঞ্জবাসীর জন্য আমার জীবন উৎস্বর্গ করতে পারি- জয়নুল আবেদিন 

ভূঁইয়া কামাল, মুলাদী
বরিশালে মুলাদীতে গতকাল ২১ নভেম্বর শুক্রবার বিকাল ৩টায় মুলাদী বন্দরের বিভিন্ন জায়গায় পথসভা করেন এবং দেশের উন্নয়ন, তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বস্তবায়ন ও দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে ধানের শীষে ভোট প্রার্থনা করেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস প্রেসিডেন্ট, জাতীয়তাবাদী আইনজীবি ফোরামের কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সুপ্রিমকোর্ট বার কাউন্সিলের বার বার নির্বাচিত সাবেক সভাপতি আলহাজ¦ এ্যাড. জয়নুল আবেদিন।
বিভিন্ন জায়গায় পথসভার বক্তৃতায় বলেন, মুলাদী-বাবুগঞ্জ উপজেলার মানুষের জন্য আমি জীবন দিতেও প্রস্তুত রয়েছি। এখানকার মানুষের ভাগ্য উন্নয়নের জন্য মৃত্যুর আগ পর্যন্ত কাজ করে যাবো। মুলাদীর মাটি ধানের শীষের ঘাটি। গণসংযোগ পরবর্তী তিনি বরিশাল উত্তর জেলা বিএনপির ১নং সদস্য ও মুলাদী উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ¦ আঃ ছত্তার খানের বাসায় তার সাথে দেখা করতে যান।
গণসংযোগকালে উপস্থিত ছিলেন, মুলাদী উপজেলা বিএনপির সদস্য সচিব কাজী কামাল হোসেন, সিনিয়র যুগ্ম-আহবায়ক অধ্যক্ষ আবিদুর রহমান হুমায়ুন, পৌরসভা বিএনপির আহবায়ক এনামুল হক ইনু, সদস্য সচিব মিজানুর রহমান হাওলাদার, সিনিয়র যুগ্ম-আহবায়ক হাবিবুর রহমান সাবু, উপজেলা বিএনপির যুগ্ম-আহবায়ক সিহাব উদ্দিন পেসকার, অধ্যাপক মনিরুজ্জামান মনির, এ্যাড. তরিকুল ইসলাম দিপু, মশিউর রহমান মাসুদ, সায়লা সারমিন মিমু,
পৌরসভা বিএনপির যুগ্ম-আহবায়ক সাইদুর রহমান জীবন, আনিসুর রহমান আলাল, স্বপন হাওলাদার, অধ্যক্ষ ইফতেখার আলম লিটন, কামাল হোসেন অপু মোল্লা, উপজেলা মহিলাদল সভাপতি ইসরাত জানাহ লিলি, উপজেলা যুবদলের আহবায়ক মিজানুর রহমান হাওলাদার,
পৌরসভা যুবদলের আহবায়ক রফিকুল ইসলাম ঢালী, উপজেলা যুবদল সদস্য সচিব আরিফুর রহমান টিটু, পৌরসভা যুবদল সদস্য সচিব শফিকুল ইসলাম শাওন, উপজেলা ছাত্রদল আহবায়ক মহিউদ্দিন ঢালী, সদস্য সচিব জুলফিকার আহম্মেদ বেল্লালসহ উপজেলা, পৌরসভা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

আরো পড়ুন

‎গৌরনদীতে আন্তর্জাতিক ও জাতীয় প্রতিবন্ধী দিবস পালিত

‎সোলায়মান তুহিন গৌরনদী প্রতিনিধি।। বরিশালের গৌরনদীতে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে ৩৪তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস ও …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *