বৃহস্পতিবার, জানুয়ারি ২৯, ২০২৬

ভোলা–বরিশাল সেতুর দাবিতে বোরহানউদ্দিন থানার সামনে বিক্ষোভ

মো, মাকছুদুর রহমান পাটোয়ারী, দৌলতখান
দীর্ঘদিনের স্বপ্ন ভোলা–বরিশাল সেতু নির্মানের দাবিতে আজ শনিবার (২২ নভেম্বর ২০২৫) বিকাল ৪ টায় বোরহানউদ্দিন থানার সামনে ব্যাপক বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এতে বিভিন্ন ইউনিয়ন থেকে আসা হাজারো মানুষ অংশ নেন। স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, ব্যবসায়ী সংগঠন, শিক্ষার্থী, পেশাজীবী ও সাধারণ নাগরিকদের উপস্থিতিতে পুরো এলাকাজুড়ে এক চাপা ক্ষোভ বিরাজ করে।

বক্তারা বলেন, “ভোলা–বরিশাল সেতু শুধু আমাদের যাতায়াত সুবিধার বিষয় নয়—এটা দক্ষিণাঞ্চলের অর্থনীতি, চিকিৎসা, শিক্ষা, কৃষি ও ব্যবসা-বাণিজ্যের প্রাণ। দশকের পর দশক ধরে এই সেতুর জন্য আশ্বাস দিয়েছে বিভিন্ন সরকার, কিন্তু প্রতিশ্রুতি বাস্তবে রূপ পায়নি।”

মিছিলকারীরা অভিযোগ করেন, সেতু না থাকায় ভোলা জেলার প্রায় ২০–২৫ লাখ মানুষ নিয়মিত দুর্ভোগের শিকার হন। জরুরি চিকিৎসা, শিক্ষা ও কর্মসংস্থানের জন্য বরিশাল বা ঢাকায় যেতে হলে ফেরির দীর্ঘ ভোগান্তি সহ্য করতে হয়। বর্ষাকালে নৌপথ ঝুঁকিপূর্ণ হওয়ায় রোগী পরিবহন, মালামাল আনা–নেওয়া, এমনকি দৈনন্দিন জীবনেও অচলাবস্থা তৈরি হয়।

এদিকে স্থানীয় ব্যবসায়ীরা জানান, সেতু হলে ভোলার কৃষিজ পণ্য, মাছ, শিল্পপণ্য দ্রুত দেশের অভ্যন্তরে পৌঁছাতে পারবে। এতে এলাকায় বিনিয়োগ বাড়বে, কর্মসংস্থান হবে এবং অর্থনীতি নতুন গতি পাবে।

বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীরা বলেন, “ভোলার মেধাবী ছাত্রছাত্রীরা উন্নত শিক্ষা বা চাকরির সুযোগের জন্য বরিশাল ও ঢাকায় যেতে চায়, কিন্তু যোগাযোগ সংকট তাদের এগিয়ে যেতে বাধা দেয়।”

বক্তারা সরকারকে দ্রুত সময়ে ভোলা–বরিশাল সেতু নির্মাণের জন্য কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান। অন্যথায় বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।

বিক্ষোভ কর্মসূচি শান্তিপূর্ণভাবেই শেষ হলেও পুরো এলাকায় টানটান উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়রা মনে করছেন, জনগণের দীর্ঘদিনের দাবির প্রতি সরকারের ইতিবাচক সাড়া না মিললে আন্দোলনের ধারা আরও বিস্তৃত হবে।

আরো পড়ুন

নৈস্বর্গিক সৌন্দর্যের পর্যটন সম্ভবনার দ্বীপ তারুয়া

নুর উল্লাহ আরিফ, চরফ্যাশন : পূর্বে প্রমত্তা মেঘনা, পশ্চিমে খরস্রোতা তেতুলিয়া, উত্তরে বুড়াগৌরাঙ্গ নদ ও …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *