রিয়াজ ফরাজি
ভোলার বোরহানউদ্দিন উপজেলার সাচড়া ইউনিয়নে কৃষি জমির জলাবদ্ধতা নিরসনে দ্রুত ও জরুরি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। কৃষকের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে স্থানীয় প্রশাসন এ উদ্যোগ নেয়।
সোমবার (২রা জুলাই ২০২৫ ) সকাল ১০টায় পরিদর্শন ও সমন্বিত কার্যক্রমের অংশ হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রায়হান-উজ্জামান, উপজেলা কৃষি কর্মকর্তা, সাচড়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যানসহ স্থানীয় কৃষক পরিবারের সদস্যরা।
এ সময় রায়হান-উজ্জামান
বলেন, কৃষক আমাদের দেশের প্রাণ। কৃষি জমি রক্ষায় প্রশাসন সর্বদা সচেষ্ট। জলাবদ্ধতার কারণে যাতে ফসলের ক্ষতি না হয়, সেজন্য দ্রুত ব্যবস্থা নেওয়া হয়েছে।
কৃষকরা জানিয়েছেন, দীর্ঘদিন ধরে জমিতে পানি জমে থাকার কারণে তারা ফসল আবাদ করতে পারছিলেন না। এবার প্রশাসনের তৎপরতায় তারা আশাবাদী, সময়মতো আবাদ শুরু করতে পারবেন।
বর্ষা মৌসুমে বৃষ্টির পানি নিষ্কাশনের জন্য কার্যকর ড্রেনেজ ব্যবস্থা না থাকায় প্রতি বছর এই এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়।
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।