নিজস্ব প্রতিবেদক
বরিশাল ইসলামিয়া কলেজের সাবেক অধ্যক্ষ সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ও বরিশাল জেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি মরহুম অধ্যক্ষ মোহাম্মদ ইউনুস খানের ৩১ তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।
আজ শনিবার (২২ নভেম্বর) সকালে বরিশাল নগরীর ইসলামিয়া কলেজে মরহুমের গোরস্থানে ফুল দিয়ে দিবসটি পালন করে বিএনপি সহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ।
সকালে বরিশাল মহানগর বিএনপির আহবায়ক মনিরুজ্মানা খান ফারুক, সদস্য সচিব জিয়া উদ্দিন সিকদার সহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ফুল দিয়ে সমাধিতে শ্রদ্ধাঞ্জলি জানায় এবং তার রুহের মাগফিরাত কামনায় দোয়া-মোনাজাত করেন।
এছাড়া জেলা (দক্ষিণ) বিএনপির আহবায়খ সাবেক এমপি আবুল হোসেন খান, সদস্য সচিব অ্যাড. আবুল কালাম শাহিন সহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ তার সমাধিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন।
এসময় নেতৃবৃন্দ বলেন, বরিশাল বিভাগে বিএনপির রাজনীতিতে সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী মরহুম অধ্যক্ষ মোহাম্মদ ইউনুস খান ছিলেন একজন নিবেদিত প্রাণ। বাকেরগঞ্জ উপজেলার উন্নয়নেও তিনি ব্যাপক ভূমিকা রেখেছেন।
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।