শুক্রবার, ডিসেম্বর ৫, ২০২৫

ভোট কেন্দ্র দখলের অপচেষ্টা করা হলে প্রতিহত করা হবে -মাওলানা আবদুল জব্বার

মোহাম্মদ ইউসুফ
বাংলাদেশ জামায়াতে ইসলামী বরিশাল জেলা আমীর ও বরিশাল-৪ (হিজলা-মেহেন্দীগঞ্জ-কাজীরহাট) আসনে জাতীয় সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক মাওলানা মোহাম্মদ আবদুল জব্বার বলেছেন, জনগণ দাঁড়িপাল্লায় ভোট দেয়ার জন্য উন্মুখ হয়ে আছে ইসলামপন্থীদের বিজয় ঠেকাতে কেউ যদি ভোট কেন্দ্রে দখল বাজি করার চেষ্টা করে, কারচুপি করার অপচেষ্টা করে তাহলে জনগনকে সাথে নিয়ে তা প্রতিহত করা হবে, ইনশাআল্লাহ।
তিনি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ঢাকার যাত্রাবাড়ী ও তার নিকটতম এলাকায় বসবাসরত মেহেন্দিগঞ্জ-হিজলা-কাজিরহাটবাসীর সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তেব্য এসব কথা বলেন।
শুক্রবার (২১ নভেম্বর) সন্ধ্যা ৬ টায় যাত্রাবাড়ী বধুয়া কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন ঢাকাস্থ মেহেন্দিগঞ্জ ফোরামের সভাপতি ও আগামী উপজেলা পরিষদ নির্বাচনে জামায়াত মনোনীত মেহেন্দিগঞ্জ উপজেলা চেয়ারম্যান প্রার্থী সগির বিন সাঈদ এবং সঞ্চালনা করেন ঢাকাস্থ মেহেন্দিগঞ্জ ফোরামের সেক্রেটারী ও সাবেক ছাত্রনেতা মোঃ কামরুল হাসান।
সভায় প্রধান বক্তা ছিলেন জামায়াতের কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও  ঢাকা-৫ (যাত্রাবাড়ী-কদমতলী আংশিক ও ডেমরা) আসনে জাতীয় সংসদ সদস্য প্রার্থী মোঃ কামাল হোসেন।
বিশেষ অতিথি ছিলেন বরিশাল জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ও বরিশাল-৪ আসনে জামায়াতের নির্বাচন পরিচালনা কমিটির পরিচালক অ্যাডভোকেট জহির উদ্দিন ইয়ামিন, মেহেন্দিগঞ্জ উপজেলা জামায়াতের আমীর ও বরিশাল-৪ আসনে জামায়াতের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব মাওলানা শহিদুল ইসলাম,
হিজলা উপজেলা জামায়াতের সেক্রেটারী ও আগামী উপজেলা পরিষদ নির্বাচনে জামায়াত মনোনীত হিজলা উপজেলা চেয়ারম্যান প্রার্থী সৈয়দ গুলজার আলম, দক্ষিনাঞ্চলের প্রখ্যাত আলেমেদ্বীন মরহুম মাওলানা আবুল হাসেম মোঃ বশিরুল্লাহর সেজো ছেলে ও বাংলাদেশ সুপ্রীম কোর্টের আইনজীবি এ্যাডভোকেট হাফেজ মোঃ ইউনুস ও সাবেক ছাত্রনেতা মোজাম্মেল হক তালুকদার।
এছাড়াও যাত্রাবাড়ী ও নিকটতম এলাকায় বসবাসরত মেহেন্দিগঞ্জ-হিজলা-কাজিরহাটের বিভিন্ন শ্রেণী-পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আরো পড়ুন

‎গৌরনদীতে আন্তর্জাতিক ও জাতীয় প্রতিবন্ধী দিবস পালিত

‎সোলায়মান তুহিন গৌরনদী প্রতিনিধি।। বরিশালের গৌরনদীতে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে ৩৪তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস ও …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *