শুক্রবার, ডিসেম্বর ৫, ২০২৫

ইন্দুরকানিতে ১৩ কেজি গাঁজাসহ গ্রেফতার ১

পিরোজপুর প্রতিনিধি

পিরোজপুরের ইন্দুরকানীতে ১৩ কেজি গাঁজাসহ মাহাবুব মোল্লা ওরফে বাবু (৩৮) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। রোববার (২৩ নভেম্বর) বেলা ২টায় উপজেলার সদর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের আউরাপোল ও ফায়ার সার্ভিসের মাঝামাঝি সিদ্দিক শেখের বাড়ির সামনে থাকা কবরস্থান থেকে উক্ত ১৩ কেজি গাঁজা উদ্ধার করে এবং বালিপাড়া থেকে মাদকব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। আটককৃত মাদক ব্যবসায়ী বাগেরহাটের মোড়লগঞ্জ উপজেলার চিংড়াখালী ইউনিয়নের খারইখালী গ্রামের মৃত এাছাহাক মোল্লার ছেলে।

থানা পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বিশ্বস্ত সোর্সের মাধ্যমে নিশ্চিত হয়ে ইন্দুরকানী থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. আহসান কবির সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করেন। এ সময় গাঁজা বহনের সাথে জড়িতরা টের পেয়ে তাদের গাড়ি থেকে গাঁজার প্যাকেটগুলো সিদ্দিক শেখের বাড়ির সামনের কবরস্থানে ফেলে দিয়ে গাড়ি চালিয়ে বালিপাড়ার অভিমুখে চলে যায়। পুলিশ পিছু নিয়ে বালিপাড়া থেকে মাদক ব্যবসায়ী মাহাবুব মোল্লাকে আটক করে এবং তার তথ্য অনুযায়ী, সিদ্দিক শেখের বাড়ির কবরস্থান থেকে ১৩ কেজি গাঁজা উদ্ধার করে ইন্দুরকানী থানায় নিয়ে আসে।

ইন্দুরকানী থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. আহসান কবির বলেন, ১৩ কেজি গাঁজা সহ মাহাবুব মোল্লা নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হচ্ছে এবং পিরোজপুর কোর্টের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হবে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণে আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

 

আরো পড়ুন

জামায়াত ক্ষমতায় গেলে ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী ভাতা দেওয়ার ব্যবস্থা করা হবে : মাসুদ সাঈদী

পিরোজপুর প্রতিনিধি  ইসলাম মানুষের সর্বক্ষেত্রে পরিব্যাপ্ত, ব্যক্তিজীবন থেকে নিয়ে পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন- সর্বক্ষেত্রে ইসলামের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *