শুক্রবার, ডিসেম্বর ৫, ২০২৫

গণ-অভ্যুত্থানের ১০০তম দিনে নতুন কর্মসূচি

বাংলাদেশ বাণী ডেস্ক।।
ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের ১০০তম দিনে আহত ও শহিদদের নিয়ে নতুন কর্মসূচি গ্রহণ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটি।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটির ১৫৮ জনের প্ল্যাটফর্মের সভায় আগামীকাল ১৫ নভেম্বর ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের ১০০তম দিনে আহত ও শহিদদের নিয়ে নতুন কর্মসূচি গ্রহণ করেছে।

বুধবার (১৩ নভেম্বর) রাজধানীর বাংলামোটরে কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সভায় এ নিয়ে আলোচনা হয়।

বিষয়টি খবরের কাগজকে নিশ্চিত করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আব্দুল কাদের।

খবরের কাগজের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

তিনি বলেন, ‘মূলত এটি একটি অনানুষ্ঠানিক একটি মিটিং ছিল। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ১৫৮ সদস্যের সমন্বয়কদের নিয়ে মিটিং অনুষ্ঠিত হয়েছে। আলোচনায় তিনটি বিষয় নিয়ে কথা হয়েছে। প্রথমত, একটি নির্বাহী কমিটি গঠন করা হবে। অর্গানোগ্রাম চারজনের বাইরে একটি নির্বাহী কমিটি থাকবে। নির্বাহী কমিটি এই সপ্তাহের মধ্যে ঘোষণা করা হবে। এতে ২০ থেকে ২২ জন থাকবে। ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়, সাত কলেজের প্রতিনিধিসহ জেলা পর্যায় থেকে দুই-একজন করে প্রতিনিধি নিয়ে নির্বাহী কমিটি গঠিত হবে। এটি সপ্তাহের মধ্যেই গঠিত হবে।

আরেকটি বিষয় হচ্ছে, এখানে অর্গানাইজিং টিম থাকবে। যেটি সেলভিত্তিক ভাগ করে কাজ করবে। কে কোন সেলে থাকবে, সাংগঠনিক কী দায়িত্ব পালন করবে সব এখানে থাকবে। সেটিও এই মাসের মধ্যে গঠন করা হবে। আরেকটা বিষয় হচ্ছে কমিটি বর্ধিতকরণ। যে অর্গানোগ্রাম করা হয়েছে, সেটা বর্ধিত করা হবে এ মাসের মধ্যে।’

চলতি মাসের ১৫ নভেম্বর ১০০তম দিন পূর্ণ হবে। এ নিয়েও কর্মসূচি হাতে নিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। এ প্রসঙ্গে আব্দুল কাদের বলেন, ‘আগামীকাল ১৫ তারিখ ১০০তম দিন পূর্ণ হবে। এই দিন উপলক্ষে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সেন্ট্রাল বডি ঢাকায় অবস্থানরত আহতদের হাসপাতালে গিয়ে খোঁজখবর নেবেন, শহিদ পরিবারের সঙ্গে সাক্ষাৎ, মতবিনিময়, পরামর্শ করবেন। একই সঙ্গে জেলা প্রতিনিধিরা শহিদ পরিবারের সঙ্গে সাক্ষাৎ করবেন।’

আরো পড়ুন

‎গৌরনদীতে অজ্ঞাত পরিবহনের ধাক্কায় নিহত-১

সোলায়মান তুহিন গৌরনদী প্রতিনিধি।। ‎বরিশাল–ঢাকা মহাসড়কের গৌরনদী উপজেলার সাউদের খালপার এলাকায় দ্রুতগামী অজ্ঞাত পরিবহনের ধাক্কায় …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *