বায়জিদ আল আমিন
বরিশাল সদর উপজেলার চরকাউয়া ইউনিয়নের ৮ নং ওয়ার্ডে অবস্থিত কর্ণকাঠী ও চরকরনজী মহাসড়কসহ পূর্ব কর্ণকাঠী বাইপাস সড়ক দীর্ঘ ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া পায়নি। প্রায় ৮ কিলোমিটার দীর্ঘ এই সড়কজুড়ে রয়েছে কাঁচা ও দেবে যাওয়া পথ, যার কিছু অংশ ইতোমধ্যে পুকুর বা খালে বিলীন হয়ে গেছে।
স্থানীয়দের অভিযোগ—বছরের পর বছর ধরে উন্নয়ন দেখেনি এই অঞ্চলের মানুষ। বাইপাস সড়কের দৈর্ঘ্য প্রায় ৩ কিলোমিটার এবং কর্ণকাঠী-চরকরনজী মহাসড়কের দৈর্ঘ্য প্রায় ৫ কিলোমিটার। সড়কের দুদিকে নিচু এলাকা এবং খাল থাকায় সামান্য বৃষ্টি হলেই রাস্তাগুলো চলাচলের অনুপযোগী হয়ে পড়ে।
বাসিন্দাদের জন্য এই রাস্তা এখন একপ্রকার ‘মরণফাঁদ’। কেউ অসুস্থ হলে দ্রুত চিকিৎসার জন্য শহরে নেওয়া প্রায় অসম্ভব হয়ে পড়ে। মাঝেমধ্যেই গাড়ি রাস্তা ভেঙে পাশে থাকা খালে পড়ে দুর্ঘটনার শিকার হয়। ফলে যেকোনো যানবাহন এই রুটে চলতে ভয় পায়।
এলাকার শিক্ষার্থীরাও একই ভোগান্তিতে—খালে পড়ে যাওয়ার ভয় এবং রাস্তার করুণ অবস্থার কারণে অনেকে প্রতিদিন স্কুল, কলেজ বা মাদ্রাসায় যেতে সাহস পান না।
প্রায় ২০ হাজারেরও বেশি মানুষ এই এলাকার ওপর নির্ভরশীল। এখানে রয়েছে ৫টি জামে মসজিদ, ২টি পানজে খানা মসজিদ এবং ২টি সরকারি প্রাথমিক বিদ্যালয়। বর্ষা মৌসুমে রাস্তা পানিতে ডুবে গেলে মানুষের দুর্ভোগ কয়েকগুণ বেড়ে যায়।
স্থানীয় বাসিন্দা হানিফ হাওলাদার ও স্বাপন খান জানান—“স্বাধীনতার ৫৪ বছর পরেও এই এলাকার কোনো উন্নয়ন হয়নি। রাস্তা এত খারাপ যে অসুস্থ রোগীকে হাসপাতালে নিতে গেলে জীবন ঝুঁকি থেকে যায়। কোনো গাড়ি এখানে আসতে চায় না।”
তারা আরও বলেন, বিগত সময়ে কোনো মেম্বার কার্যকর উদ্যোগ নেননি। এবারের নির্বাচিত মেম্বারও মারা যাওয়ায় কার্যক্রম পুরোপুরি স্থবির হয়ে আছে।
বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান হালিম মুন্সি জানান, তিনি ৫ই আগস্ট থেকে দায়িত্ব পালন করছেন এবং সড়কের উন্নয়নে নজর রাখবেন। তবে সড়কের আইডি নম্বর সম্পর্কে তিনি নিশ্চিত নন।
এলাকাবাসীর দাবি—দ্রুত এই সড়কগুলোর সংস্কার শুরু করে নিরাপদ যাতায়াত ব্যবস্থা নিশ্চিত করা হোক, যাতে তারা অন্তত মৌলিক নাগরিক সুবিধা পেতে পারে।
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।