পটুয়াখালী প্রতিনিধি
পটুয়াখালীতে কোস্ট গার্ডের অভিযানে ৪ হাজার ৫০ কেজি জাটকা জব্দ করেছে পটুয়াখালী মৎস্য অধিদফতর। যার বর্তমান বাজার মূল্য ২৮ লাখ ৩৫ হাজার টাকা।
মঙ্গলবার (২৫ নভেম্বর) ভোর ৪টায় পটুয়াখালীর টোল প্লাজা সংলগ্ন এলাকায় এ যৌথ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান চলাকালীন উক্ত এলাকায় সন্দেহজনক ২টি পিকআপ তল্লাশি করে প্রায় ২৮ লাখ ৩৫ হাজার টাকা মূল্যের ৪ হাজার ৫০ কেজি জাটকা জব্দ করা হয়।
এসময় পটুয়াখালীর সিনিয়র মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে পিকআপ চালক এবং হেলপারদের ২৪ হাজার টাকা জরিমানা করা হয় এবং মুচলেকা নিয়ে পিকআপসহ ছেড়ে দেওয়া হয়।
জব্দকৃত জাটকা পটুয়াখালী উপজেলা মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে স্থানীয় এতিমখানা এবং গরিব দুঃস্থদের মাঝে বিতরণ করা হয়। মৎস্যসম্পদ রক্ষায় কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।