বৃহস্পতিবার, জানুয়ারি ২৯, ২০২৬

পটুয়াখালীতে ২৮ লাখ টাকার জাটকা জব্দ

পটুয়াখালী প্রতিনিধি

পটুয়াখালীতে কোস্ট গার্ডের অভিযানে ৪ হাজার ৫০ কেজি জাটকা জব্দ করেছে পটুয়াখালী মৎস্য অধিদফতর। যার বর্তমান বাজার মূল্য ২৮ লাখ ৩৫ হাজার টাকা।

মঙ্গলবার (২৫ নভেম্বর) ভোর ৪টায় পটুয়াখালীর টোল প্লাজা সংলগ্ন এলাকায় এ যৌথ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান চলাকালীন উক্ত এলাকায় সন্দেহজনক ২টি পিকআপ তল্লাশি করে প্রায় ২৮ লাখ ৩৫ হাজার টাকা মূল্যের ৪ হাজার ৫০ কেজি জাটকা জব্দ করা হয়।

এসময় পটুয়াখালীর সিনিয়র মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে পিকআপ চালক এবং হেলপারদের ২৪ হাজার টাকা জরিমানা করা হয় এবং মুচলেকা নিয়ে পিকআপসহ ছেড়ে দেওয়া হয়।

জব্দকৃত জাটকা পটুয়াখালী উপজেলা মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে স্থানীয় এতিমখানা এবং গরিব দুঃস্থদের মাঝে বিতরণ করা হয়। মৎস্যসম্পদ রক্ষায় কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

 

আরো পড়ুন

মায়ের কবর জিয়ারতের মাধ্যমে নির্বাচনী প্রচার শুরু নুরের

পটুয়াখালী প্রতিনিধি : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পটুয়াখালী-৩ (দশমিনা–গলাচিপা) আসনে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *