শুক্রবার, ডিসেম্বর ৫, ২০২৫

‎প্রাণিসম্পদ সপ্তাহ : গৌরনদীতে দেশীয় জাত উন্নয়ন ও আধুনিক প্রযুক্তির ওপর জোর

‎​সোলায়মান তুহিন, গৌরনদী
‎​’দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি: প্রাণিসম্পদে হবে উন্নতি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ২৬ নভেম্বর, ২০২৫, বুধবার বরিশালের গৌরনদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত হয়েছে। উপজেলা প্রশাসন এবং উপজেলা প্রাণিসম্পদ দপ্তর–ভেটেরিনারি হাসপাতালের যৌথ উদ্যোগে সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালির মাধ্যমে কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়।

‎র‍্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ​আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইবরাহীম। তিনি প্রাণিসম্পদ খাতে কাঙ্ক্ষিত উন্নয়ন নিশ্চিত করতে দেশীয় জাত সংরক্ষণ ও আধুনিকায়নের পথে এগিয়ে যাওয়ার ওপর জোর দেন। তিনি উল্লেখ করেন, খামারিদের প্রশিক্ষণ, প্রযুক্তিগত জ্ঞান বৃদ্ধি এবং মাঠপর্যায়ে কার্যকর মনিটরিং এখন সময়ের দাবি।

‎সভায় সভাপতিত্ব করেন ​উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. পলাশ সরকার। তিনি তার বক্তব্যে এই খাতকে টেকসই করার কৌশল হিসেবে দেশীয় জাতের উন্নয়ন, রোগ প্রতিরোধ ব্যবস্থা শক্তিশালীকরণ এবং আধুনিক প্রযুক্তির দ্রুত ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেন। তিনি আরও জানান, মাঠপর্যায়ে কার্যক্রম আরও জোরদার করতে ইতোমধ্যে নানা উদ্যোগ নেওয়া হয়েছে।

‎​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসান, ‎উপজেলা কৃষি কর্মকর্তা সেকেন্দার শেখ, ভেটেনারি সার্জন ডা. মাহমুদুল ইসলাম ফরিদ,

‎এতে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহবায়ক সৈয়দ সরোয়ার আলোম বিপ্লব, গৌরনদী পৌর নাগরিক কমিটির সভাপতি ও প্রেসক্লাব আহ্বায়ক সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির, গৌরনদী সোনালী ব্যাংকের ম্যানেজার নৃপেন্দ্রনাথ মন্ডল।

‎​অন্যান্যদের মধ্যে সভায় উপস্থিত ছিলেন গৌরনদী প্রেসক্লাবের প্যানেল আহ্বায়ক গিয়াস উদ্দিন মিয়া এবং খন্দকার মনিরুজ্জামান মনির, উপজেলা সমবায় কর্মকর্তা আফসানা শাখি, পৌর জামাত ইসলামের আমির মাওলানা হাফিজুর রহমান, গণঅধিকার পরিষদের উপজেলা সভাপতি সাংবাদিল সোলায়মান তুহিন, মহিলা সংস্থার কর্মকর্তা শহিদুল ইসলাম প্রমুখ।

‎এছাড়া উপজেলার প্রান্তিক খামারি, সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, গণমাধ্যম কর্মি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।‎বক্তারা সর্বসম্মতভাবে প্রাণিসম্পদ খাতে বিদ্যমান যেকোনো অনিয়ম রোধ, খামারিদের দক্ষতা বৃদ্ধি এবং সেবা প্রাপ্তি সহজীকরণের ওপর গুরুত্বারোপ করেন।

‎​আলোচনা সভা শেষে অতিথিবৃন্দ প্রাণিসম্পদ প্রদর্শনী ২০২৫ পরিদর্শন করেন। প্রদর্শনীতে দেশীয় জাতের পশুপাখি, দুগ্ধজাত পণ্য এবং আধুনিক জেনেটিক প্রযুক্তির বিভিন্ন উদ্ভাবন তুলে ধরা হয়। ‎অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা. শেখ আরিফুর রহমান।

আরো পড়ুন

‎গৌরনদীতে আন্তর্জাতিক ও জাতীয় প্রতিবন্ধী দিবস পালিত

‎সোলায়মান তুহিন গৌরনদী প্রতিনিধি।। বরিশালের গৌরনদীতে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে ৩৪তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস ও …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *