শুক্রবার, ডিসেম্বর ৫, ২০২৫

কাঠালিয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহে শোভাযাত্রা ও প্রদর্শনী

আঃ রহিম, কাঠালিয়া
ঝালকাঠির কাঠালিয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে উপজেলা মাঠে ৩০টি স্টল নিয়ে সাজানো হয় দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনী। এতে গবাদিপশু, পোলট্রি, আধুনিক খামার প্রযুক্তি, ভেটেরিনারি সেবা ও কৃষি–উদ্ভাবনী কার্যক্রম প্রদর্শন করা হয়।

স্থানীয় কৃষক, খামারি, শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণিপেশার মানুষের ভীড়ে উৎসবমুখর হয়ে ওঠে পুরো আয়োজন। প্রদর্শনী উদ্বোধনের পর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জনাব জহিরুল ইসলাম । আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. মোঃ জামশেদ। এসময় বক্তব্য দেন থানার ওসি মং চেংলা, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার ফারহানা তাসরিন , উপজেলা যুব উন্নয়ন অফিসার কামরুল ইসলাম, প্রমুখ।

বক্তারা বলেন, দেশের প্রাণিসম্পদ খাত বর্তমানে কৃষিভিত্তিক অর্থনীতির বড় সহায়ক শক্তি। আধুনিক প্রযুক্তিনির্ভর খামার ব্যবস্থাপনা ও নিরাপদ উৎপাদন প্রক্রিয়া ছড়িয়ে দিতে এ ধরনের প্রদর্শনী গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

অনুষ্ঠান শেষে অতিথিরা প্রদর্শনী স্টলগুলো ঘুরে দেখেন। আয়োজকরা জানান, স্থানীয় খামারিদের তথ্যপ্রযুক্তিনির্ভর উন্নত পদ্ধতির সঙ্গে পরিচিত করানোই এ প্রদর্শনীর মূল লক্ষ্য। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা. সজীব আহমেদ।

আরো পড়ুন

প্রাথমিক শিক্ষকদের ধর্মঘটে স্থগিত হলো বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষা

এনামুল হক সিকদার নলছিটি প্রতিনিধি।। সারাদেশে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের তিন দফা দাবির আন্দোলন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *