শুক্রবার, ডিসেম্বর ৫, ২০২৫

বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য ডক্টর মাসুদের দোয়া অনুষ্ঠান

মোঃ আল-আমিন, বাউফল
বিএনপির চেয়ারপার্সন, আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে নিয়ে স্মৃতিচারণ করলেন জামায়াতে ইসলামী ঢাকা মহানগরের সেক্রেটারি ও বাউফল উন্নয়ন ফোরামের চেয়ারম্যান ড. শফিকুল ইসলাম মাসুদ।
আজ বুধবার (২৬ নভেম্বর) জোহরবাদ বেগম খালেদা জিয়ার রোগমুক্তির জন্য বাউফল উপজেলা জামায়াতের কার্যালয়ে উপজেলা ছাত্রশিবিরের উদ্যোগে আয়োজিত দোয়া-মিলাদ অনুষ্ঠানে স্মৃতিচারণ করতে গিয়ে তিনি বলেন,“জাতীয়তাবাদী দলের চেয়ারপার্সন এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সহধর্মিণী হিসেবে দেশের জন্য তার অনন্য ভূমিকা রয়েছে।
এখনো আমরা অনেককে বলতে শুনি—‘শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বিএনপি আমরা করতে চাই’, আবার অনেকেই বলেন“চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বিএনপি আমরা করতে চাই।’”
ড. মাসুদ বলেন,“দল হিসেবে আমাদের মতপার্থক্য থাকলেও ব্যক্তিগতভাবে তার সঙ্গে আমার কিছু স্মৃতি আছে। আমি যখন ইসলামী ছাত্রশিবির করি, তখন তিনি দেশের প্রধানমন্ত্রী। ছাত্রজীবনে বাউফলের সন্তান হিসেবে জেলা, বিভাগ ও ঢাকাসহ বিভিন্ন পর্যায়ে বক্তব্য প্রতিযোগিতায় উত্তীর্ণ হয়ে তার হাত থেকে গোল্ড মেডেল গ্রহণের সুযোগ হয়েছিল। আজ তিনি অসুস্থ—আমরা তার জন্য দোয়া করি।”
তিনি আরও বলেন,“সেদিন পুরস্কার গ্রহণের সময় তিনি আমাকে জিজ্ঞেস করেছিলেন, ‘তোমার বাড়ি কোথায়?’ আমি বলেছিলাম—বাউফলে। তখন তিনি বলেছিলেন—‘অনেক দূর থেকে এসেছ তুমি? অনেক দূর যেতে হবে তোমাকে।’ তার সেই কথাটি এখনো আমার জীবনের বড় অনুপ্রেরণা। তখন তিনি জানতেন না যে আমি ছাত্রশিবির করি।”
রাজনৈতিক অঙ্গনের আরেক স্মৃতি উল্লেখ করে ড. মাসুদ বলেন,“পরবর্তীতে সর্বদলীয় ছাত্রঐক্যের বিভিন্ন সভায় বক্তব্য রাখার সময় বক্তব্য সংক্ষিপ্ত করার জন্য আমার হাতে স্লিপ তুলে দেওয়া হতো। তখন খালেদা জিয়া বলতেন—‘ওকে স্লিপ দিও না, ও বলুক। ওর বক্তব্য শেষ হলে অনেকে চলে যাবে।’
এটি আমি অহংকার থেকে বলছি না; একজন উদারমানসিক নেত্রীর পক্ষেই এমন কথা বলা সম্ভব। তিনি মহানুভবতা দিয়ে দেশকে এগিয়ে নিয়েছেন।”তিনি বলেন,“আজ সেই বেগম খালেদা জিয়া অসুস্থ। আমরা দোয়া করি—আল্লাহ যেন তাকে সুস্থতা দান করেন এবং এই দেশকে আরও এগিয়ে নিতে তাকে শক্তি দেন।”
দোয়া-মিলাদ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন—উপজেলা জামায়াতের নায়েবে আমির মো. রফিকুল ইসলাম, সেক্রেটারি অধ্যাপক খালেদুর রহমান, মাওলানা আব্দুল সোবাহান, মাওলানা আব্দুল গনি, বাউফল উন্নয়ন ফোরামের সভাপতি আসাদুজ্জামান সোহাগ, জেলা ছাত্রশিবিরের সভাপতি রাকিবুল হাসান, উপজেলা ছাত্রশিবিরের সভাপতি লিমন হোসেনসহ অন্যান্য নেতা-কর্মীরা।
এর আগে ড. শফিকুল ইসলাম মাসুদ আসন্ন ২৮ নভেম্বর বাউফল পাবলিক মাঠে জুলাই শহীদ স্মৃতি ফুটবল প্রীতি ম্যাচ ও সাংস্কৃতিক অনুষ্ঠান সফল করতে সংবাদ সম্মেলন করেন।
তিনি জানান—খেলার উদ্বোধন করবেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক তারকা কায়সার হামিদ। বিশেষ অতিথি হিসেবে থাকবেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ঢাকসু)–এর সাবেক জিএস এসএম ফরহাদ।
খেলায় প্রধান অতিথি থাকবেন ড. শফিকুল ইসলাম মাসুদ এবং সভাপতিত্ব করবেন ড. আবুল কাসেম। বাউফল উন্নয়ন ফোরামের উদ্যোগে এ খেলা অনুষ্ঠিত হবে।

আরো পড়ুন

পটুয়াখালীতে মেয়ে থেকে ছেলেতে রূপান্তর, এলাকায় চাঞ্চল্য

পটুয়াখালী প্রতিনিধি পটুয়াখালী সদর উপজেলার ছোটবিঘাই ইউনিয়নের হরতকিবাড়িয়া গ্রামে এক কিশোরীর হঠাৎ ছেলেতে রূপান্তরের খবর …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *