নীহার মোশারফ, বিশেষ প্রতিনিধি, ভোলা
ঝরেপড়া শিশু ও নারীদের বিকল্প শিক্ষার মাধ্যমে গড়ে তোলা বা কারিগরি শিক্ষার মাধ্যমে যোগ্য করে চাকরি প্রাপ্তিতে
সহায়তা করার লক্ষ্যে আজ বুধবার সকাল ১০টায় ভোলার গ্রান্ড কমিউনিটি সেন্টারে ইএসডিও’র (ইকো সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন) এক আইনি প্রচারণা কার্যক্রম অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাননীয় জেলা প্রশাসক ডা. শামীম রহমান, বিশেষ অতিথি সহকারী জেলা প্রশাসক(সাধারণ) জনাব বেলাল হোসাইন, সদর উপজেলার নির্বাহী অফিসার মো. আরিফুজ্জামান, বিসিক উপব্যবস্থাপক (ভারপ্রাপ্ত) এস এম সোহাগ হোসেন, মহিলা ও শিশুবিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক মো. ইকবাল হোসেন,
যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মোকাদ্দেস আলী, জেলা তথ্য কর্মকর্তা মো. শাহ আব্দুর রহিম, ইএসডিও’র সহকারী প্রোগ্রাম ম্যানেজার জিনাত আরা বিশ্বাসসহ অন্যান্যরা। ঝরে পড়া শিশু কিশোর ও নারীদের কারিগরি শিক্ষা, উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা এবং আইনি সহায়তা দেওয়ার বিষয়ে বক্তারা বলেন, অন্যের অধীনে চাকরি করাতে মর্যাদা নেই।
কারিগরি প্রশিক্ষণ নিয়ে উদ্যোগতা হতে পারলে তাতেই মর্যাদা। প্রশিক্ষণ গ্রহণকালে প্রশিক্ষনার্থীদের কেউ ইভটিজিং করলে বা কোন ধরনের সমস্যা সৃষ্টি করলে তাদের আইনি সহায়তা দেওয়া হবে। পাশাপাশি উদ্যোক্তাদের চাকরি প্রাপ্তিতেও সহায়তা করা হবে।
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।