শুক্রবার, ডিসেম্বর ১২, ২০২৫

তফসিলের পর বাউফলে নিজ ব্যানার ফেস্টুন সরালেন ড. মাসুদ

মোঃ আল-আমিন, বাউফল
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পরই নির্বাচনী আচরণবিধি মেনে চলার অংশ হিসেবে নিজের সব ব্যানার ফেস্টুন খুলে ফেলেছেন পটুয়াখালী-২ (বাউফল) আসনের জামায়াত ইসলামী মনোনীত প্রার্থী ও ঢাকা মহানগর দক্ষিণের জামায়াত ইসলামীর সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ। একই সঙ্গে উপজেলা জুড়ে স্থাপন করা দলীয় ও ব্যক্তিগত সকল ব্যানার ফেস্টুন অপসারণের নির্দেশ দিয়েছেন তিনি নেতা কর্মীদের।

শুক্রবার (১২ নভেম্বর) দুপুর ১২টায় কালিশুরি এস এ ইন্সটিটিউটের মাঠে এক সমাবেশে তিনি এ নির্দেশনা দেন। জানা যায়, শুক্রবার সকাল সাড়ে ৮টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত কালিশুরি এস এ ইন্সটিটিউটে একটি ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।

বিকাল ৩টায় একই মাঠে জনসমাবেশ হওয়ার কথা থাকলেও, বৃহস্পতিবার তফসিল ঘোষণার পর নির্বাচনী আচরণবিধি মেনে চলার অংশ হিসেবে ড. শফিকুল ইসলাম মাসুদ সমাবেশটি স্থগিত করেন। এসময় তিনি নেতা–কর্মীদের তার সকল ব্যানার ফেস্টুন খুলে ফেলার অনুরোধ জানান এবং নিজে সমাবেশের ব্যানার খুলে দৃষ্টান্ত স্থাপন করেন।

ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, আমরা চাই সুষ্ঠু ও অবাধ নির্বাচনের জন্য পরস্পরের সহযোগিতা। ডিসি মহোদয়ের পক্ষ থেকে ইতোমধ্যে আমাদের কাছে নির্দেশনা পৌঁছে দেওয়া হয়েছে।

সেই নির্দেশনা ও কেন্দ্রের পক্ষ থেকে জামায়াত ইসলামের আমীর ডা. শফিকুর রহমান ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে তৃণমূলের দায়িত্বশীল নেতা কর্মীদের আগামী ৪৮ ঘণ্টার মধ্যে সব ব্যানার ফেস্টুন অপসারণের অনুরোধ জানিয়েছেন।

প্রশাসনকে সহযোগিতা করার জন্য আজকের সমাবেশ স্থগিত করা হয়েছে। আমি ওয়ার্ডভিত্তিক নেতা কর্মীদের অনুরোধ করছি, যার যার অবস্থান থেকে আমাদের সব ব্যানার ফেস্টুন খুলে ফেলতে।

আরো পড়ুন

পটুয়াখালীর সাবেক মেয়র মহিউদ্দিন ও তার ভাই-স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা

পটুয়াখালী প্রতিনিধি হত্যা মামলায় কারাবন্দি পটুয়াখালী পৌরসভার আলোচিত সাবেক মেয়র মহিউদ্দিন আহম্মেদ, তার বড় ভাই …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *