ঝালকাঠি প্রতিনিধি
রাজাপুরের গালুয়া বাজার মোবাইল টাওয়ার সংলগ্ন এলাকার দিনমজুর ফজলুর রহমান খানের বসতঘরে আগুন লেগে মুহূর্তেই পুড়ে ছাই হয়ে গেছে। এতে তার পরিবার সবকিছু হারিয়ে এখন নিঃস্ব হয়ে পড়েছে।
শনিবার (২৯ নভেম্বর) দুপুরে গালুয়া বাজার মোবাইল টাওয়ার সংলগ্ন মীরাবাড়ি এলাকায় এ মর্মান্তিক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক মিটার থেকে শর্ট সার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হয়। অগ্নিকাণ্ডে প্রায় ৭ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
এ খবর পেয়ে রাজাপুর ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে বসতঘরসহ ভেতরের সব মালামাল পুড়ে ছাই হয়ে যায়। স্থানীয়রা জানায়, আগুন লাগার সময় পরিবারটি ঘরের বাইরে ছিল। আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় মুহূর্তেই সবকিছু ধ্বংস হয়ে যায়।
ক্ষতিগ্রস্ত ফজলুর রহমান খান জানান, মিটারের গোড়ায় প্রথমে আগুন ধরে মুহূর্তের মধ্যেই পুরো ঘরে আগুন ছড়িয়ে পড়ে। এতে ঘরে থাকা ফ্রিজ-টিভি গুরুত্বপূর্ণ মালামাল সহ সবকিছু পুড়ে ছাই হয়ে যায়, তাতে তার কমপক্ষে ৭ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারের সহায়তায় এগিয়ে আসার জন্য মানবিক মহলে আহ্বান জানানো হয়েছে।
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।