বৃহস্পতিবার, জানুয়ারি ২৯, ২০২৬
CREATOR: gd-jpeg v1.0 (using IJG JPEG v62), quality = 100

রাজাপুরে বৈদ্যুতিক শর্ট-সার্কিটে দিনমজুরের বসতঘর পুড়ে ছাই

ঝালকাঠি প্রতিনিধি
রাজাপুরের গালুয়া বাজার মোবাইল টাওয়ার সংলগ্ন এলাকার দিনমজুর ফজলুর রহমান খানের বসতঘরে আগুন লেগে মুহূর্তেই পুড়ে ছাই হয়ে গেছে। এতে তার পরিবার সবকিছু হারিয়ে এখন নিঃস্ব হয়ে পড়েছে।

শনিবার (২৯ নভেম্বর) দুপুরে গালুয়া বাজার মোবাইল টাওয়ার সংলগ্ন মীরাবাড়ি এলাকায় এ মর্মান্তিক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক মিটার থেকে শর্ট সার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হয়। অগ্নিকাণ্ডে প্রায় ৭ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

এ খবর পেয়ে রাজাপুর ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে বসতঘরসহ ভেতরের সব মালামাল পুড়ে ছাই হয়ে যায়। স্থানীয়রা জানায়, আগুন লাগার সময় পরিবারটি ঘরের বাইরে ছিল। আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় মুহূর্তেই সবকিছু ধ্বংস হয়ে যায়।

ক্ষতিগ্রস্ত ফজলুর রহমান খান জানান, মিটারের গোড়ায় প্রথমে আগুন ধরে মুহূর্তের মধ্যেই পুরো ঘরে আগুন ছড়িয়ে পড়ে। এতে ঘরে থাকা ফ্রিজ-টিভি গুরুত্বপূর্ণ মালামাল সহ সবকিছু পুড়ে ছাই হয়ে যায়, তাতে তার কমপক্ষে ৭ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারের সহায়তায় এগিয়ে আসার জন্য মানবিক মহলে আহ্বান জানানো হয়েছে।

আরো পড়ুন

‍আপিলে বরিশাল বিভাগের ১৩ প্রার্থীর ভাগ্য বদল, ৭ জনের পুড়লো কপাল

ফাহিম ফিরোজ, বরিশাল : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বরিশাল বিভাগের বিভিন্ন সংসদীয় …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *