বৃহস্পতিবার, জানুয়ারি ২৯, ২০২৬

বঙ্গোপসাগর থেকে লাফিয়ে জাহাজে উঠলো তিন মণ ইলিশ

মহিপুর প্রতিনিধি।।

পটুয়াখালীর কলাপাড়া পায়রা বন্দরের রাবনাবাদ চ্যানেলের প্রথম বয়া পেরিয়ে প্রায় ৭০কিলোমিটার গভীর সমুদ্রে ঘটে গেল এক বিস্ময়কর ঘটনা। এমভি ক্যাসেল গ্যালাডিয়েটর নামে একটি কয়লাবাহী লাইটার জাহাজের ডেকে মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে লাফাতে লাফাতে উঠে আসে প্রায় তিন মণ ইলিশ। শনিবার (২৯নভেম্বর) ঘটনাটির ১০সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

জানা গেছে, গত বৃহস্পতিবার (২৭নভেম্বর) দুপুরে জাহাজটি পায়রা তাপবিদ্যুৎকেন্দ্রের জেটির দিকে এগোচ্ছিল। ঠিক সে সময়ই দুই পাশ থেকে অসংখ্য ছোট ইলিশ আতঙ্কিত হয়ে জাহাজের দিকে ছুটে আসে এবং লাফাতে লাফাতে ডেকে উঠে পড়ে। এ সময় জাহাজটির প্রকৌশলী রবিউল হোসেন ভিডিওটি ধারণ করেন।

প্রকৌশলী রবিউল হোসেন বলেন, ‘পুরো দৃশ্যটি যেন সিনেমার কোনো দৃশ্য। কয়েক সেকেন্ডের মধ্যে ডেক ভরে যায় রুপালি ইলিশে। তবে অনেক ইলিশ আবার সাগরে পড়ে যায়।’

বিরল এই ঘটনার ব্যাখ্যা দিতে গিয়ে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মো. রাজীব সরকার বলেন, ‘সমুদ্রে টুনা বা ম্যাকারেলের মতো দ্রুতগতির শিকারি মাছ ছোট ইলিশের পালের পেছনে তাড়া করলে তারা আতঙ্কে আশ্রয় খুঁজতে জাহাজের দিকেই ছুটে আসে। জাহাজের গা ঘেঁষে পানির চাপ কমে গেলে মাছগুলো ওপরে ঠেলে উঠে যায়। অনেক সময় ডেকে উঠে পড়া অস্বাভাবিক নয়।’

বিশেষজ্ঞদের মতে, এই ঘটনা অত্যন্ত বিরল হলেও বাস্তবসম্মত। শিকারি মাছের তাড়া, পরিবেশগত চাপ এবং জাহাজের কৃত্রিম আলোর সমন্বয়ে মুহূর্তের মধ্যে এমন অস্বাভাবিক আচরণ করতে পারে ছোট ইলিশ।

ঘটনাটি প্রকাশ পাওয়ার পর স্থানীয় জেলেদের মাঝেও কৌতূহল তৈরি হয়েছে। অনেকে মনে করছেন, সমুদ্রে পরিবেশগত পরিবর্তন বা তাপমাত্রার ওঠানামাও এ ধরনের আচরণে ভূমিকা রাখতে পারে। তবে সুনির্দিষ্ট কারণ চিহ্নিত করতে আরও গবেষণার প্রয়োজন বলে মনে করেন বিশেষজ্ঞরা। এটি ব্যতিক্রমী ঘটনা হিসেবে ইতোমধ্যে আলোচনা চলছে।

আরো পড়ুন

’৬৯ এর গণঅভ্যূত্থানে শহীদ বরিশাল একে স্কুলের শিক্ষার্থী আলাউদ্দিনের মৃত্যুবার্ষিকী আজ

নিজস্ব প্রতিবেদক।। ’৬৯ এর গণ অভ্যূত্থানে বরিশাল বিভাগের প্রথম শহীদ মোহাম্মদ আলাউদ্দিনের মৃত্যুবার্ষিকী আজ, ২৮ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *