শুক্রবার, ডিসেম্বর ৫, ২০২৫

গৌরনদীতে গভীর রাতে ঘরে আগুন: টাকা-পয়সার বিরোধে হত্যাচেষ্টার অভিযোগ


‎সোলায়মান তুহিন, গৌরনদী (বরিশাল):
‎বরিশালের গৌরনদী উপজেলার কাসেমাবাদ গ্রামে গভীর রাতে এক দম্পতির বসতঘরে আগুন লাগিয়ে পুড়িয়ে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে। অল্পের জন্য প্রাণে রক্ষা পান সিরাজুল ইসলাম চুন্নু (৪৫),  তাঁর স্ত্রী কামরুন্নাহার বেগম (৩৭) ও তার পরিবার।

‎ঘটনাটি ঘটে ২২ আগস্ট (বৃহস্পতিবার) দিবাগত রাত আনুমানিক ৩টা ২০ মিনিটে। এ ঘটনায় গৌরনদী মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন চুন্নুর স্ত্রী কামরুন্নাহার বেগম।

‎ভুক্তভোগী সিরাজুল ইসলাম চুন্নু জানান, তার সঙ্গে অভিযুক্তদের মধ্যে দীর্ঘদিন ধরে টাকা-পয়সা সংক্রান্ত বিরোধ চলে আসছিল। সেই বিরোধকে কেন্দ্র করে ১৯ আগস্ট এক দফা হাতাহাতির ঘটনাও ঘটে। এরপর ২১ আগস্ট তার স্ত্রী থানায় একটি লিখিত অভিযোগ করেন। অভিযোগ করার খবর জানার পর থেকেই অভিযুক্তরা হুমকি দিতে থাকে।

‎সিরাজুল ইসলাম বলেন, “ঘটনার রাতে আমরা ঘুমিয়ে ছিলাম। আমার স্ত্রী বাথরুমে যাওয়ার জন্য ঘুম থেকে উঠে তখন আগুনের তাপ টের পেয়ে আমাকে ডাক দেন।
‎বাইরে বের হতে চাইলে দেখি দরজা বাইরে থেকে আটকানো। আমরা চিৎকার করলে আশপাশের লোকজন এসে দরজা খুলে দেয় এবং আগুন নিভাতে সাহায্য করে।”

‎ঘটনার বিষয়ে থানায় দেওয়া অভিযোগে কামরুন্নাহার উল্লেখ করেন, প্রতিবেশী আব্দুর রহিম যাকির (২৬), সৈকত মন্ডল এবং আরও ৪–৫ জন অজ্ঞাতনামা ব্যক্তি মিলে পূর্বপরিকল্পিতভাবে এই হামলা চালায়।

‎তিনি বলেন, “২১ আগস্ট আমি থানায় আগের বিরোধ নিয়ে অভিযোগ করলে অভিযুক্তরা ক্ষিপ্ত হয়ে ওই রাতেই এসে হুমকি দেয়। আর তার পরদিন গভীর রাতে বিদ্যুৎ মিটারের পাশে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। আমি বাথরুমে যাওয়ার জন্য উঠলে আগুনের তাপ টের পাই। দরজা খুলতে গেলে দেখি সেটা আটকানো। আশেপাশের লোকজন না থাকলে হয়তো আমরা বাঁচতাম না।”

‎ঘটনার পর তিনি জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করলে গৌরনদী মডেল থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে এসে পরিস্থিতি পরিদর্শন করে।

‎স্থানীয়রা জানান, অভিযুক্তরা এলাকায় চিহ্নিত সন্ত্রাসী প্রকৃতির এবং পূর্বেও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিল।

‎গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, “অভিযোগ পেয়েছি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

‎ঘটনার পর পুরো এলাকায় আতঙ্ক ও উত্তেজনা বিরাজ করছে। এলাকাবাসী দ্রুত বিচার ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

আরো পড়ুন

বাবুগঞ্জের ইউএনও’র বদলি স্থগিতের দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়কে মানববন্ধন

বাবুগঞ্জ প্রতিনিধি।। বরিশালের বাবুগঞ্জ উপজেলার জনপ্রিয়, জনবান্ধব ও মানবিক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারুক আহমেদের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *