শুক্রবার, ডিসেম্বর ৫, ২০২৫

বরিশাল-২ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থীর মতবিনিময় সভা

উজিরপুর প্রতিনিধি
বরিশাল-২ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী আলহাজ্ব মাওলানা নেছার উদ্দিন আহমেদের সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ১ ডিসেম্বর সোমবার দুপুর ১২ টায় উজিরপুরে দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত এ সভায় নির্বাচন ও স্থানীয় উন্নয়নসহ বিভিন্ন বিষয়ে ব্যাপক আলোচনা করেন।
সভায় মাওলানা নেছার উদ্দিন বলেন, “উজিরপুর-বানারীপাড়ার মানুষের প্রত্যাশা ও সমস্যাগুলোকে আমরা গুরুত্ব দিচ্ছি। সামনে নির্বাচন—এটি জনগণের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়নের একটি সুযোগ। সবার সহযোগিতায় শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক নির্বাচন আমরা কামনা করি।
“তিনি সাংবাদিকদের উদ্দেশে বলেন, “আপনারা সমাজের দর্পন। দায়িত্বশীঁল ও ইতিবাচক সংবাদ পরিবেশনের মাধ্যমে আপনারাই জনমানুষের সঠিক চিত্র ফুটিয়ে তুলবেন। আমরা সবসময় সংবাদ মাধ্যমের সহযোগিতাকে গুরুত্ব দেই।”
মতবিনিময় সভায় সাংবাদিকরা নির্বাচনী পরিবেশ, স্থানীয় উন্নয়ন, জনদুর্ভোগ এবং ভোটারদের প্রত্যাশা নিয়ে বিভিন্ন প্রশ্ন করেন। নেছার উদ্দিন আহমেদ প্রতিটি প্রশ্নের ধৈর্যশীল ভাবে তার মতামত তুলে ধরেন।
সভায় উপস্থিত ছিলেন— উপজেলা ইসলামী আন্দোলনের সভাপতি ও নির্বাচন পরিচালনা কমিটির উপদেষ্টা মাওলানা শাহ আলম, উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক অধ্যাপক মাওলানা আব্দুল হক, সমন্বয়কারী হাফেজ মাওলানা সাখাওয়াত হোসাইন আসাদ, সহ-সমন্বয়কারী মাওলানা রাকিবুল ইসলাম, মুফতি আঃ আযীয,
উপজেলা যুব আন্দোলনের সভাপতি ও গণসংযোগ সমন্বয়কারী ডি.এম. আল আমিন, প্রচার সমন্বয়কারী সিদ্দিকুর রহমান সজল এবং উপজেলা ছাত্র আন্দোলনের সভাপতি এইচ. এম. শিহাবসহ স্থানীয় নেতৃবৃন্দ।কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।

আরো পড়ুন

‎গৌরনদীতে আন্তর্জাতিক ও জাতীয় প্রতিবন্ধী দিবস পালিত

‎সোলায়মান তুহিন গৌরনদী প্রতিনিধি।। বরিশালের গৌরনদীতে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে ৩৪তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস ও …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *